- Home
- Entertainment
- Bollywood
- আলিয়ার সামনেই দীপিকাকে প্রশ্ন, রণবীর ঠকাচ্ছে বুঝতে পেরেছিলে, করণের প্রশ্নে সাফ উত্তর আলিয়ার
আলিয়ার সামনেই দীপিকাকে প্রশ্ন, রণবীর ঠকাচ্ছে বুঝতে পেরেছিলে, করণের প্রশ্নে সাফ উত্তর আলিয়ার
| Published : Dec 23 2020, 10:35 AM IST
আলিয়ার সামনেই দীপিকাকে প্রশ্ন, রণবীর ঠকাচ্ছে বুঝতে পেরেছিলে, করণের প্রশ্নে সাফ উত্তর আলিয়ার
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
17
দীপিকা পাদুকোন ও আলিয়ার মধ্যে থাকা সম্পর্কের মধ্যে কোথাও কোনও বিবাদ বর্তমান নেই। কিন্তু প্রসঙ্গ যখন রণবীর তখন বিতর্কের ঝড় তো উঠবেই।
27
সম্পর্ক নিয়ে কাটা ছেড়া করাটা যেন করণ জোহারের বাঁ হাতের খেল। তারপর যখন চ্যাট শো-তে হাতের নাগালে পেয়েছেন তিনি আলিয়া ও দীপিকাকে।
37
করণ প্রকাশ্যেই দীপিকাকে জিজ্ঞেস করলেন, ক্যাটের সঙ্গে রণবীর সম্পর্কে জড়িয়েছে, বুঝতে পেরেছিলেন!
47
মুহূর্তে দীপিকা উত্তর দিয়েছিলেন, হম তিনি বুঝতে পারছিলেন রণবীর তাঁকে ঠকাচ্ছে। অজান্তে কিছুই হয়নি।
57
এরপরই করণ ফেরেন আলিয়ার কাছে। তাঁকে জিজ্ঞেস করেন, ঠকানোর একটা ভয়তো থেকেই যায় নয় কি!
67
উত্তরে আলিয়ার সাফ জানান আবেগের সম্পর্ক, ইমোশনাসলি অ্যাটাচ দুই তারকার মন। ফলে তাঁদের মধ্যে দুরত্ব আশা করা যায় হবে না কখনও।
77
তবে রণবীরের ইতিহাস এতটাই ভয়াবহ, যে প্রেমের বিষয় তাঁকে ভরসা করাটা খানিক সমস্যার তো বটেই।