অমিতাভ-রণবীর রসায়ন কেমন, ছবি শেয়ার করে খোলসা করলেন বিগ-বি
ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং প্রায় শেষের পথে। এমনই সময় ছবির সেট থেকে একাধিক ছবি শেয়ার করলেন অমিতাভ বচ্চন। শুধু তাই নয়, সঙ্গে জানালেন তাঁর সঙ্গে রণবীরের সম্পর্কের কথাও।
19

ব্রহ্মাস্ত্র হল বর্তমানে বলিউডে সর্বাধিক প্রতিক্ষিত ছবি। এই ছবিতেই একই ফ্রেমে পাওয়া যাবে অমিতাভ বচ্চন ও রণবীর কাপুরকে।
29
এই ছবির কাজ এখন প্রায় শেষের পথে। এমনই সময় সহ অভিনেতাকে নিয়ে মুখ খুললেন অমিতাভ।
39
শ্যুটিং সেটে একাধিক বিষয় অমিতাভ বচ্চনকে সাহায্য করতেন রণবীর।
49
ইয়ারফোন ব্যবহারে সাহায্য করার কথাও জানিয়েছিলেন অমিতাভ বচ্চন।
59
রণবীর খুব গুণী অভিনেতা, সোশ্যাল মিডিয়ায় টুইট অমিতাভের।
69
ভোর চারটের সময় কল টাইমে হাজির হতেন সকলেই। একাধিক সিক্যুয়েন্সে অমিতাভ বচ্চন ও রণবীরকে একই ফ্রেমে পাওয়া যাবে এই ছবিতে।
79
চারটে চেয়ারের ওপর বসে অমিতাভ। লিখলেন, রণবীরের সমযোগ্য হতে চারটি চেয়ারের প্রয়োজন।
89
স্মৃতির পাতা উল্টে ছবি শেয়ার করলেন তিনি। আজুবার শ্যুটিং-এর সময় খুদে রণবীরের হাতে চকলেট তুলে দিয়েছিলেন তিনি। আজ রণবীর কো-স্টার।
99
এই ছবির অপেক্ষায় এখন দিন গুণছেন ভক্তরা। এখানেই প্রথমবার আলিয়ার বিপরীতে রণবীরকে পাওয়া যাবে।
Latest Videos