- Home
- Entertainment
- Bollywood
- প্রেমে বিচ্ছেদ, ভ্যালেন্টাইন্স ডে-তে মন খারাপ, অনন্যার টিপসেই এবার করুন বাজিমাত
প্রেমে বিচ্ছেদ, ভ্যালেন্টাইন্স ডে-তে মন খারাপ, অনন্যার টিপসেই এবার করুন বাজিমাত
- FB
- TW
- Linkdin
প্রেমদিবসে যেমন অনেকের মন বেজায় খুশ, ঠিক তেমনই অনেকেই আছেন, যাঁরা সম্প্রতি বিচ্ছেদের মধ্যে দিয়ে গিয়েছেন, তাঁদের বেশ মন খারাপ।
কিন্তু এই পরিস্থিতিতে অবসাদ কিংবা ডিপ্রেসন নয়। জীবন কোনও কারণেই থেমে থাকতে পারে না। আর সেই কঠিন সত্যিকেই মানতে হয়।
বিচ্ছেদ কীভাবে কাটিয়ে উঠবেন, এবার তা নিয়ে মুখ খুললেন অনন্যা পান্ডে। ভক্তদের জানালেন, বিচ্ছেদের সময় ঠিক কী করা উচিৎ।
সবার আগে যা করবেন, তা হল নিজেকে একটু সময় দেওয়া। নিজেকে ভালোবাসা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন অনন্যা পান্ডে। তিনি জানালেন, নিজেকে নিয়ে একটা দিন বেশ মজায় কাটান। মাঝে মধ্যে একটা ছুটি নিন।
বন্ধুদের সঙ্গে সময় কাটান। বন্ধুদের নিয়ে হ্যাংআউটে গিয়ে সময় কাটান। মাঝে মধ্যে একা থাকাও জরুরী।
রেহানার যে কোনও গানে একটু নেচে ফেলা বা যে কোনও ব্রেকআপ গানের সঙ্গে পায়ে পা মিলিয়ে সেলিব্রেট করা ।
শেষে একটাই পরামর্শ দেন অনন্যা, তোমার মনের মানুষ খুঁজে পেতে, তোমায় অনেক মানুষকেই টেস্ট করে দেখতে হবে।
যার ফলে ব্রেআপ একটা স্বাভাবিক বিষয়। এতে ভেঙে না পড়ে, বরং নিজেকে পড়ের পদক্ষেপের জন্য তৈরি করে নেওয়াটাই আসল লক্ষ্য হওয়া উচিৎ।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।