- Home
- Entertainment
- Bollywood
- অনুষ্কার বেবিবাম্প, লকডাউনে নেটদুনিয়ায় ভাইরাল বিরুষ্কা, খবরের সত্যতা যাচাই
অনুষ্কার বেবিবাম্প, লকডাউনে নেটদুনিয়ায় ভাইরাল বিরুষ্কা, খবরের সত্যতা যাচাই
- FB
- TW
- Linkdin
২০১৭ সালের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন এই জুটি। কয়েকবছর প্রেমের পরই সামনে আসে বিয়ের খবর। দেখতে দেখে কেটে গিয়েছে দু বছরের বেশি সময়।
ভক্তদের চোখে এখন একটাই প্রশ্ন, কবে আসতে চলেছে সুখবর, লকডাউনে এক সঙ্গে বেশ কিছুটা সময় কাটাচ্ছেন বিরুষ্কা। এমন সময় কী কোনও পারিবারিক সিদ্ধান্ত নিলেন তঁরা।
এমনই প্রশ্নের মাঝে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ল নতুন খবর। মা হতে চলেছেন অনুষ্কা। বেবিমাম্পের ছবি দেখা মাত্রই ভাইরাল।
লকডাউনের মাঝে একাধিক ভাইরাল খবরের শিকার বিরুষ্কা। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল বিয়ে ভাঙতে চলেছে বিরুষ্কার। এবার প্রকাশ পেল অনুষ্কার বেবিবাম্পের ছবি।
ভাইরাল হওয়া অনুষ্কার এই ছবি ভুয়ো। ফেক ছবি ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায় রাতারাতি। আসলে এই পোজ দিয়েছবি তুলেছিলেন জেনেলিয়া ও রিতেশ। সেখানেই এডিট করে বসানো হয়েছে তাঁদের মুখ।
একই রকমভাবে ভাইরাল হয়েছিল রণবীর-আলিয়ার বিয়ের ছবিও। তবে বিরুষ্কার ঘরে নতুন সদস্য আসার অপেক্ষা যে শুরু ভক্তরাই করছেন এমনটা নয়। শর্মিলা ঠাকুরও অপেক্ষায় আছেন সুখবরের।
এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি, তৈমুরের ওপর থেকে স্পটলাইট সরাতে হলে একটাই উপায়। বিরুষ্কার পরিবারে নতুন সদস্যের আসার। তবে এখনও তেমন কোনও সিদ্ধান্তের খবর প্রকাশ্যে আনেননি এই জুটি।
এক সাক্ষাৎকারে অনুষ্কা জানিয়েছিলেন, যে এই ধরনের খবর চেপে রাখার নয়, যখন হওয়ার তখন তা সকলেই দেখতে পাবেন ও জানতেও পারবেন।