- Home
- Entertainment
- Bollywood
- Vamika-কে ছেড়ে সেলফি তুলতে ব্যস্ত অনুষ্কা, বলিউড নয়, তবে কী হয়ে উঠল Mommy'র পছন্দ
Vamika-কে ছেড়ে সেলফি তুলতে ব্যস্ত অনুষ্কা, বলিউড নয়, তবে কী হয়ে উঠল Mommy'র পছন্দ
- FB
- TW
- Linkdin
দিন কতক আগে প্রথমবার মেয়ে ভামিকার ডায়পার বদলেছিলেন বাবা বিরাট কোহলি। এবার মা অনুষ্কার পালা।
ডায়পার বদলানোয় তিনি পারদর্শী হয়ে গিয়েছেন। এই কাজের মধ্যেই নিজের বিনোদন খুঁজে ফেলেছেন অনুষ্কা।
বাচ্চাদের বার্প ক্লথ হয়ে উঠেছে অনুষ্কার পছন্দের অ্যাকসেসরি। কাঁধে সেই বার্প ক্লথ নিয়ে সেলফি তুলেছেন অনুষ্কা।
জিনিসটি বাচ্চাদের গলায় থাকে। খাওয়ানোর সময় সাধারণত এটি বাচ্চাদের গলায় পরানো হয়।
বাচ্চাদের অজস্র জিনিস ছেড়ে এটাই পছন্দ অনুষ্কার। ভামিকার প্রথম ছবি প্রকাশ্যে এনেছিলেন অনুষ্কা।
ভামিকাকে কোলে নিয়ে দাঁড়িয়ে তিনি এবং বিরাট। তৈমুরের মত ক্যামেরার লেন্সে রাখতে চান না মেয়েকে।
স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন অনুষ্কা ও বিরাট। তাই মেয়ের ছবি এমনভাবে প্রকাশ্যে আনলেন যেখানে তার মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না।
মেয়েকে আগলে রেখে পাপারাৎজির থেকে দূরে সরিয়ে রেখেছেন তাঁরা। তবে এই রাখঢাক আর কতদিন। অন্যদিকে ভক্তরা তাঁদের মেয়ের ঝলক পেতে ব্যস্ত হয়ে উঠেছে।