- Home
- Entertainment
- Bollywood
- বুকের সামনে খোলা, ঠেলে বেরোচ্ছে স্তনের অর্ধাংশ, অনুষ্কার হটনেসে ফিদা বিরাট কোহলি
বুকের সামনে খোলা, ঠেলে বেরোচ্ছে স্তনের অর্ধাংশ, অনুষ্কার হটনেসে ফিদা বিরাট কোহলি
বুধবার যেন চাঁদের হাট বসেছিল মুম্বই নগরীতে। ৫০-এও এভারগ্রিন করণ জোহর। ৫০ বছরের জন্মদিনে ধামাকাদার সেলিব্রেশনের আয়োজন করেছিল করণ জোহর। এককথায় বলতে গেলে করণের জন্মদিনে চাঁদের হাট বসেছিল। বলিউডের প্রথমসারির ব্যক্তিত্বরা হাজির হয়েছিল জমকালো পার্টিতে। তেমনই সুপারহট সিজলিং লুকে ধরা দিয়েছিলেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। মেয়ে হওয়ার পর সেরকম পার্টি মুডে দেখা যায়নি অনুষ্কা শর্মাকে। গত কয়েকবছর ধরেই পার্টি থেকে দূরে থাকেন অনুষ্কা শর্মা। কারণ বেশিরভাগ সময়টাই বিরাটের সঙ্গে নয় ট্যুরে থাকেন আর তা হলে ভামিকার সঙ্গে সময় কাটান। দীর্ঘদিন বাদে পার্টিতে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছেন অনুষ্কা শর্মা। কালো রঙের বুকখোলা বডিকন ড্রেসে অনুষ্কাকে দেখে নিজেকে সামলাতে পারলেন না বিরাট কোহলি।

অনুষ্কা শর্মা, বলিউডের প্রথমসারির অভিনেত্রী সর্বদাই খবরের শিরোনামে থাকেন। সদ্যই ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। তাকে দেখে কে বলবে যে তিনি সদ্য মা হয়েছেন।
১১ জানুয়ারি ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। সেক্সি ফিগারের সঙ্গে তিনি যে কোনওভাবেই আপোস করতে চান না তা মেয়ে হওয়ারই পরই প্রমাণ করে দিয়েছেন অনুষ্কা। সেক্সি মারকাটারি চাবুক ফিগারে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন অনুষ্কা। উপচে পড়ছে ভরা যৌবন।
৫০ বছরের জন্মদিনে ধামাকাদার সেলিব্রেশনের আয়োজন করেছিল করণ জোহর। এককথায় বলতে গেলে করণের জন্মদিনে চাঁদের হাট বসেছিল। বলিউডের প্রথমসারির ব্যক্তিত্বরা হাজির হয়েছিল জমকালো পার্টিতে। তেমনই সুপারহট সিজলিং লুকে ধরা দিয়েছিলেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা।
মেয়ে হওয়ার পর সেরকম পার্টি মুডে দেখা যায়নি অনুষ্কা শর্মাকে। গত কয়েকবছর ধরেই পার্টি থেকে দূরে থাকেন অনুষ্কা শর্মা। কারণ বেশিরভাগ সময়টাই বিরাটের সঙ্গে নয় ট্যুরে থাকেন আর তা হলে ভামিকার সঙ্গে সময় কাটান। দীর্ঘদিন বাদে পার্টিতে উপস্থিত হয়ে সকলকে চমকে দিয়েছেন অনুষ্কা শর্মা।
কালো রঙের বুকখোলা বডিকন ড্রেসে অনুষ্কাকে দেখে চোখ ফেরানো দায় হয়েছিলে। বুকের সামনের অংশ পুরোটাই খোলা। কালো রঙের ককটেল ড্রেসে সেক্সি লুকে উষ্ণতার পারদ চড়িয়েছেন অনুষ্কা শর্মা।
করণের বার্থ ডে পার্টিতে সকলের পোশাকই নজরকাড়া ছিল। কালো বডিকন ড্রেসে লো নেকলাইনে বেরিয়ে রয়েছে স্তনযুগল। কোমরের ফাঁকে উঁকি মারছে লাস্যে ভরা শরীর। শরীর নেশায় মুহূর্তে নেশা ধরিয়েছেন অনুষ্কা শর্মা।
বুধবার রাতে একদিকে বিরাট ব্যস্ত রয়েছেন লখনউ সুপার জায়ান্টকে বধ করতে। অন্যদিকে অনুষ্কা তখন পার্টিতে মত্ত। অনুস্কার সেক্সি লুকের যেমন প্রশংসা করেছেন বি-টাউনের বন্ধুরা। তেমনই বউয়ের রূপের ছটায় নিজেকে সামলাতে পারলেন না বিরাট কোহলি।
বুধবার রাতে একদিকে বিরাট ব্যস্ত রয়েছেন লখনউ সুপার জায়ান্টকে বধ করতে। অন্যদিকে অনুষ্কা তখন পার্টিতে মত্ত। অনুস্কার সেক্সি লুকের যেমন প্রশংসা করেছেন বি-টাউনের বন্ধুরা। তেমনই বউয়ের রূপের ছটায় নিজেকে সামলাতে পারলেন না বিরাট কোহলি।
একের পর এক কাপল গোল দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন বিরাট-অনুষ্কা। সেক্সি ফিগারের সঙ্গে তিনি যে কোনওভাবেই আপোস করতে চান না তা মেয়ে হওয়ারই পরই প্রমাণ করে দিয়েছেন অনুষ্কা। চলতি বছরের শুরুতেই দুই থেকে তিন হয়েছেন বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা । ১১ জানুয়ারি বিরুষ্কার জীবনে এসেছে নতুন অতিথি। ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।