চাকদহ এক্সপ্রেস নিয়ে মুখ খুললেন অনুষ্কা, জানালেন নিজের ফিটনেসের কথা
- FB
- TW
- Linkdin
শীঘ্রই মুক্তি চাকদহ এক্সপ্রেস। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে অভিনয় করছেন তিনি। আপাতত জমিয়ে চলছে ক্রিকেট প্র্যাকটিস। ছবির কেন্দ্রে ক্রিকেট তারকার জীবন। তাঁর জীবনের কাহিনি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে ক্রিকেট খেলার ট্রেনিং নিতে হচ্ছে তাঁকে। খেলতে গেলে প্রয়োজন ফিটনেস। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়ে মুখ খোলের অনুষ্কা।
বলেন, নিজের শারীরিক সক্ষমতা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন। বলেন, আমি শুরু থেকেই চাকদহ এক্সপ্রেসের সঙ্গে যুক্ত আছি। আরও আগে এটা করবার কথা ছিল। কিন্তু অতিমারীর কারণে পিছিয়ে যায়। আবার আমিন অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। যখন দ্বিতীয় দফায় এই ছবি নিয়ে কাজ শুরু করলাম, তখন খুব চিন্তায় ছিলাম।
তিনি বলেন, আমি খুবই নার্ভাস ছিলাম। আমার সবে একটা বাচ্চা হয়েছে। আমি এখন আর আগের মতো শক্তিশালী নই। ১৮ মাস ধরে কোনওরকম ট্রেনিং করিনি। আমার সত্যিই সেই শারীরিক শক্তি নেই, যা আগে ছিল। আগের আমি জিমে নিজেকে বেশি পুশ করতাম। যা এখন আর সম্ভব নয়। সদ্য এক সাক্ষাতকারে এমনই জানান অনুষ্কা।
তিনি বলেন, মা হওয়ার পর এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকবেন কিনা সে ব্যাপারে তার মনে প্রশ্ন জেগেছিল। তবে, মনের জোড়ে এই কাজ নিয়ে এগিয়ে গিয়েছেন। তিনি বলেন, বহুদিন ধরে তাঁর ইচ্ছে ছিল এমন কনটেন্টে অংশ হওয়ার। তাই সেই সুযোগ পেয়ে হাত ছাড়া করতে চাননি।
সদ্য তাঁর নিজের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস (Clean Slate Filmz) থেকে সরে দাঁড়ালেন নায়িকা। বললেন, প্রথম ভালোবাস নিয়েই থাকতে চান। এক সময় নিজের প্রযোজনা হাউজের ছবিতে পর পর কাজ করেছেন অনুষ্কা। ছবিগুলো সে সময় বক্স অফিসে বেশ প্রশংসাও কুড়িয়েছিল। সেই প্রযোজনা সংস্থা থেকে আলাদা হয়েছেন তিনি। বর্তমানে, সংস্থার দায়িত্ব সামলাচ্ছে তাঁর ভাই।
২০১৩ সালে অনুষ্কা ও তাঁর ভাই যৌথ উদ্যোগে শুরু করেন ক্লিন স্লেট ফিল্মস (Clean Slate Filmz)। ‘এনএইচ১০’, ‘পরী’, ছবি দুটি প্রযোজনা করেছে সংস্থাটি। তাছাড়া, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘বুলবুল’ ও অ্যামাজম প্রাইমে ‘পাতাললোক’ এই সংস্থারই প্রযোজনা। তারপরও কেন অনুষ্কার প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়াল তা নিয়ে প্রশ্ন উঠেছিল সকলের মনে।
তারপরই তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘আমি এখন একজন সন্তানের মা। যার পেশা অভিনয়। অভিনয়টা আমার প্রথম প্রেম। তাই এখন অভিনয়ের সঙ্গেই যুক্ত থাকতে চাই। সেই কারণেই এই প্রযোজনা সংস্থা থেকে সরে এলাম। এখন থেকে এক দায়িত্ব সামলামে আমার ভাই কর্নেশ। এই সংস্থা একদম সঠিক হাতেই থাকবে। তবে, সংস্থার সঙ্গে অফিসিয়ালি যুক্ত না থাকলেও, ভাইয়ের পাশে আছি।’
এদিকে সোমবার রবিঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে তাঁকে সম্মান জানান অনেকে। এই তালিকায় যেমন ছিলেন টলিউড তারকারা, তেমনই ছিলেন অনুষ্কা শর্মা। যা মুহূর্তে ভাইরাল হয়েছিল। অনুষ্কা তাঁর ইনস্ট্রাগ্রাম স্টোরিতে রবি ঠাকুরের একটি উদ্ধৃতি ভাগ করেন। আর লেখেন, খুশি হওয়া খুব সাধারণ, তবে সাধারণ হওয়া খুব কঠিন।
অনুষ্কার এই পোস্ট সকলের নজর কাড়ে। মুহূর্তে ভাইরাল হয়েছিল পোস্টটি। কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তিনি খবরে আসেন। সে যাই হোক, বর্তমানে অনুষ্কা বেজায় ব্যস্ত ক্রিকেট নিয়ে। ঝুলন গোস্বামীর জীবন নিয়ে তৈরি বায়োপিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই ছবি দিয়ে দীর্ঘদিন পর ছবির পর্দায় ফিরতে চলেছেন অনুষ্কা।
সম্প্রতি অনুষ্কা জানান, এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটি বলবে আত্মত্যাগের গল্প। মহিলা ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পালটে দিতে আসছে। আপাতত জমিয়ে চলছে ক্রিকেট প্র্যাকটিস। ছবির কেন্দ্রে ক্রিকেট তারকার জীবন। তাঁর জীবনের কাহিনি নিখুঁত ভাবে ফুটিয়ে তুলতে ক্রিকেট খেলার ট্রেনিং নিতে হচ্ছে তাঁকে। খেলতে গেলে প্রয়োজন ফিটনেস।