ছেলেদের বিশেষ অধিকার দেওয়ার বদলে শিক্ষা দিন, বিস্ফোরক অনুষ্কা শর্মা
- FB
- TW
- Linkdin
বর্তমানে হাথরসের ভয়াবহ ঘটনা গোটা দেশকে এক কথায় নাড়িয়ে দিয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ প্রশ্ন তুলেছেন আমাদের প্রশাসন ও পরিস্থিতি নিয়ে।
প্রথম স্তরে মুখ বন্ধ রাখলেও ধীরে ধীরে সরব হয়েছেন সেলেব মহলও। সেই তালিকাতেই এবার নাম লেখালেন অনুষ্কা শর্মা।
সাফ জানালেন অভিনেত্রী, এদেশে লিঙ্গ বৈষম্য এখনও কেন এতটাই প্রকোট। পরিস্থিতির পেছনে কী তা দায়ী নয়!
অনুষ্কার কথায়, বন্ধ হোক পুরুষদের এই বিশেষ অধিকার দেওয়া। বরং তাঁদের দেওয়া উচিৎ প্রয়োজনীয় শিক্ষা।
যার দ্বারা তাঁরা মেয়েদের সন্মান করতে পারে। দেশের অভিভাবক হয়ে উঠতে পারে। এটাই কাম্য।
সোশ্যাল মিডিয়ায় ইন্টা স্টোরিতে এক দীর্ঘ পোস্ট করে এই দিকটিই তুলে ধরেছেন অনুষ্কা। কলম ধরলেন বিরাট ঘরণী।
অনুষ্কার কথায়, সমস্যা রয়েছে গোরায়, সেখান থেকেই তা সমাধান করা উচিৎ। মেয়ে ও পুরুষদের মধ্যে কীসের বিভেদ!
কেবল অনুষ্কা শর্মা নন, এখন এই নিয়ে একে একে ক্রমেই বাড়ছে প্রতিবাদের আগুন।