ভরা মাসে বিনা মাস্কে অনুষ্কা শর্মা, কী নিয়ে চিন্তিত দেখাচ্ছেন মিসেস কোহলিকে
First Published Dec 21, 2020, 10:14 PM IST
ভরামাসে জীবনের সেরা মুহূর্তে রয়েছেন অনুষ্কা শর্মা। মা হতে চলেছেন তিনি। বর্তমানে বেবি বাম্প সমেত তাঁর ছবিগুলি দেখে মুগ্ধ হচ্ছে দেশবাসী। অনুষ্কার পাশাপাশি বিনোদন ও ক্রিকেটপ্রেমী মানুষেরা প্রহর গুনছেন ক্রমশ। কবে আসবে ছোট্ট অনুষ্কা বা খুদে কোহলি। সেই নিয়ে নানা চর্চা নেটদুনিয়ায়। অনুষ্কা শর্মা বিরাট কোহলির সবকিছুই যেন রূপকথার মত। তাঁদের প্রেমকাহিনি থেকে শুরু করে বিয়ে সমস্তই ভক্তদের কাছে স্বপ্নের মত। সেই রূপকথা থেকে এখন তাঁদের নতুন পথচলা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন