- Home
- Entertainment
- Bollywood
- ভরা মাসে বিনা মাস্কে অনুষ্কা শর্মা, কী নিয়ে চিন্তিত দেখাচ্ছেন মিসেস কোহলিকে
ভরা মাসে বিনা মাস্কে অনুষ্কা শর্মা, কী নিয়ে চিন্তিত দেখাচ্ছেন মিসেস কোহলিকে
- FB
- TW
- Linkdin
দুই থেকে এবার তিন হতে চলেছেন খুব শীঘ্রই। হঠাৎ বিয়ে করে যেমন চমকে দিয়েছিলেন বিরুষ্কা তেমনই আসন্ন সন্তানের খবর দিয়ে চমক দিয়েছেন তাঁরা।
প্রথম সন্তানের আসার আগেই চলছে বিভিন্ন প্রস্তুতি। এই মুহূর্তগুলিই আনন্দে ভরে উঠছেন অনুষ্কা।
কখনও বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা। অন্তঃসত্ত্বা অবস্থায় স্যুইমিং পুলে ডুব দিতে প্রস্তুত তিনি।
অভিনেত্রীর একাধিক পোস্ট একেবারেই লার্জার দ্যান লাইফ নয়। বরং আর পাঁচটা মানুষের রিলেট করার মত।
তাই অনুষ্কার পোস্টে সকলেই নিজেকে খুঁজে পায়। যা অন্যান্য অভিনেতা, অভিনেত্রীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে খুঁজে পাওয়া যায় না।
অনুষ্কাকে এবার দেখা গেল গাড়ির মধ্যে চিন্তিত অবস্থায়। ভরা মাসে যেখানে মায়েদের চিন্তা থাকা একেবারেই উচিত নয় সেখানে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তাঁকে।
গাড়ির মধ্যে কালো পোশাকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। তাও আবার মাস্ক নামানো অবস্থায়। যা দেখে রীতিমত চিন্তায় পড়ে গিয়েছে অনুরাগীরা।
করনা আবহে গর্ভবতীদের অত্যন্ত সাবধানে রাখার পরমার্শ দিচ্ছেন প্রত্যেক চিকিৎসকরা। অনুষ্কাও সাবধানেই রয়েছেন।
কিছু সংখ্যক নেটিজেনদর অনুমান, জল খেতে গিয়েই হয়তো মাস্ক নামিয়েছিলেন তিনি। এতে এত চিন্তিত হওয়ার কিছু নেই।