বিরাট নয়, রাহুলকে বিয়ে করছেন অনুষ্কা, বিয়ের কয়েকদিন আগেই ক্যাটারের কাছে পৌঁছায় এই নাম, কে এই রাহুল
First Published Feb 28, 2021, 12:26 PM IST
সম্পর্ক হোক বা কোনও স্পেশ্যাল অনুষ্ঠান, সেলেবের লাইফ মানেই মুহূর্তে তা সকলে নজরে আসবেই। কোনও না কোনও ফাঁক থেকে ছড়িয়ে পড়বে খবর, যা ভাইরাল হয়ে উঠতে খুব একটা বেশি সময় লাগে না। সেই দিকে তাকিয়েই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অনুষ্কা শর্মা।

অনুষ্কা শর্মা তখন বম্বে ভেলভেট ছবির কাজ নিয়ে ব্যস্ত। তখনই ঠিক সামনে আসে অনুষ্কা-বিরাটের সম্পর্কের খবর।

প্রতিটা প্রেস কনফারেন্সেই তাঁকে প্রশ্ন করা হয়, বিরাটের সঙ্গে তাঁর কবে বিয়ে, ও কি সম্পর্ক।

তা নিয়ে মুখে একপ্রকার কুলুপ এঁটেছিলেন অনুষ্কাল শর্মা। বিরাট ও অনুষ্কা দুজনেই ব্যক্তিগত জীবন খুব একটা সামনে আনতে পছন্দ করেন না।

যার ফলে সম্পর্ক নিয়েও খুব একটা কথা বলতেন না তিনি প্রকাশ্যে। তবে ভেতর ভেতর যখন বিয়ে স্থির হচ্ছিল তখনই চিন্তায় পড়েন অনুষ্কা।

জানতেন একবার যদি বিরাটের নাম বাইরে বেরিয়ে যায় তবে ঝড় বইবে ভক্তমহলে। নেটদুনিয়াতেও।

ফলে যখন খাওয়ার বা ডেকরেটরের প্রসঙ্গ আসে তখন জানানো হয় রাহুলের বিয়ে। কে এই রাহুল!

রাহুল আর কেউ না, এটা অনুষ্কার দেওয়া বিরাটকে এক ছদ্মনাম। এই নামেই বুকিং করা হয়েছিল সব কিছু।

যাতে কাক পক্ষীতেও না টের পায় তাঁদের মধ্যে থাকা সম্পর্কের কথা। এভাবেই কড়া হাতে নিজেদের সম্পর্ককে আগলে এসেছেন এই জুটি।

ঝড়ের বেগে ভাইরাল এই জুটির লাভ লাইফ যতই আলোচনার কেন্দ্দের আসুক না কেন, নিজেদের নিয়ে খুব একটা কথা বলার সুযোগ করে দেন না তিনি।

একই দৃশ্য প্রকাশ্যে আসে যখন বিরুষ্কার সন্তান আসে। তার ছবিও যাতে কোনওভাবে লিক না হয়ে যায়, সেই দিকেও কড়া নজর দিয়েছিলেন তাঁরা।

নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে।