- Home
- Entertainment
- Bollywood
- অনুষ্কা-বিরাটের পথেই সইফ-করিনা, তবে কি Paparazzi-র ভয় দ্বিতীয় সন্তানকে আড়ালেই রাখার সিদ্ধান্ত
অনুষ্কা-বিরাটের পথেই সইফ-করিনা, তবে কি Paparazzi-র ভয় দ্বিতীয় সন্তানকে আড়ালেই রাখার সিদ্ধান্ত
ফের পুত্রসন্তানের জন্ম দিয়ে সংবাদ শিরোনামে জ্বলজ্বল করছে করিনা কাপুর খানের নাম। সইফ আলি খান এবং করিনার পরিবারে ফের পুত্র এল কোল আলো করে। গর্ভবস্থায় থাকাকালীনই করিনার সন্তান নিয়ে চলছিল নানা ভবিষ্যদ্বাণী। কন্যাসন্তানই নাকি আসবে করিনার কোল করে। সমস্ত ভবিষ্যদ্বাণী মিথ্যে প্রমাণ করে করিনা জন্ম দিয়েছেন পুত্রসন্তানের। তৈমুর আলি খানের জনপ্রিয়তা ভাগ করে নিয়েছেন কনিষ্ঠ নবাব।

সাধারণত সন্তানের জন্মের পর কোনও রাখঢাক রাখা পছন্দ করেন না বেবো এবং সইফ আলি খান। এবারে অবশ্য অন্য সুর তুলেছেন তাঁরা।
দ্বিতীয় পুত্রের জন্মের পরই কোনও পোস্ট নেই করিনার প্রোফাইল জুড়ে। কেবল একটিই পোস্ট করেছেন করিনা।
যেখানে একটি নীল রঙের হার্ট জুড়ে লেখা, 'ইটস আ বয়।' ছেলে হয়েছে, এই খবর ছাড়া আর কোনও পোস্ট আসেনি প্রকাশ্যে।
তৈমুরের সময় যেমন একাধিক ছবি প্রকাশ্যে আসে পটৌডি পরিবারের তরফ থেকে, এবারে তেমনটা হয়নি।
তবে কি অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির পথই বেছে নিয়েছেন তাঁরা। সইফ এবং করিনাও কি চান না ছেলের মুখ দেখাতে।
জানুয়ারি মাসে অনুষ্কার কোল আলো করে এসেছে কন্যাসন্তান। এই মাসে দ্বিতীয় পুত্রের মা হলেন করিনা।
অনুষ্কা এবং বিরাট মেয়ের চেহারার কোনও ছবি প্রকাশ্যে আনেননি। তেমনই করিনা এবং সইফও চাইছেন না ছেলের ছবি প্রকাশ্যে আসুক।
তৈমুরের এই বিপুল জনপ্রিয়তাই কি এর কারণ। তৈমুরের ছেলেবেলা কিছুটা হলে প্রভাবিত হয়েছে এই পাপারাৎজির কারণে।
দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে হয়তো এমনটা চান না নবাব বেগম। তাই ছেলের কোনও ছবি আপাতত প্রকাশ্যে আনছেন না করিনা এবং সইফ।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।