- Home
- Entertainment
- Bollywood
- Arjun-Malaika : কী কাজ করে অর্জুনকে খুশি করেন মালাইকা, প্রেমিকার ঘনিষ্ঠ ছবি দিয়ে ফাঁস করলেন বনি পুত্র
Arjun-Malaika : কী কাজ করে অর্জুনকে খুশি করেন মালাইকা, প্রেমিকার ঘনিষ্ঠ ছবি দিয়ে ফাঁস করলেন বনি পুত্র
গত বছর করোনার চোখরাঙানিতে উৎসবের রং ফিকে হলেও এবছর উৎসবের মেজাজে রয়েছেন বলি তারকারা। বলিপাড়াতেও তারকারা সামিল হয়েছেন দিওয়ালি সেলিব্রেশনে। দিওয়ালি সেলিব্রেশনে নজর কেড়েছেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। প্রেমিকা মালাইকাকে নিয়ে কাকা অনিল কাপুরের দিওয়ালির পার্টিতে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর। প্রেমিকার সঙ্গে দিওয়ালি পার্টির আদুরে ছবি দিয়ে এবার গোপন কথা ফাঁস করলেন অর্জুন কাপুর।

গত বছর করোনার চোখরাঙানিতে উৎসবের রং ফিকে হলেও এবছর উৎসবের মেজাজে রয়েছেন বলি তারকারা। বলিপাড়াতেও তারকারা সামিল হয়েছেন দিওয়ালি সেলিব্রেশনে (Malaika Arora)।
দিওয়ালি সেলিব্রেশনে নজর কেড়েছেন (Malaika Arora)মালাইকা আরোরা ও অর্জুন কাপুর (Arjun Kapoor)। প্রেমিকা মালাইকাকে নিয়ে কাকা অনিল কাপুরের দিওয়ালির পার্টিতে হাজির হয়েছিলেন অর্জুন কাপুর।
দিওয়ালি সেলিব্রেশনে (Diwali 2021)প্রেমিকা মালাইকাকে সর্বদাই আগলে রাখতে দেখা গেছে অর্জুন কাপুরকে। একে অপরের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে অর্জুন-মালাইকাকে (Arjun - Malaika)। দিওয়ালির প্রতিটা ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুহূর্তে।
প্রেমিকার সঙ্গে দিওয়ালি পার্টির আদুরে ছবি দিয়ে এবার গোপন কথা ফাঁস করলেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। অনিল কাপুরের দিওয়ালি পার্টির ছবি দিয়ে অর্জুন কাপুর জানিয়েছেন কীভাবে তাকে খুশি করেন মালাইকা আরোরা (Malaika Arora )।
প্রেমিকা মালাইকার (Malaika Arora) সঙ্গে পার্টির ছবি শেয়ার করেছেন অর্জুন কাপুর (Arjun Kapoor)। সঙ্গে দিয়েছেন রোম্যান্টিক ক্যাপশন। যা ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। মালাইকা-অর্জুনের কেমিস্ট্রি নজর কেড়েছে নেটিজেনদের।
পাপারাৎজির তোলা ছবি শেয়ার করে অর্জুন লিখেছেন, যখন আমার বোকামোগুলো দেখে ও হাসে, এভাবেই ও আমাকে খুশি করে...ধন্যবাদ এই ছবিটার জন্য। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরার পিছন দিকে দাঁড়িয়ে রয়েছেন মালাইকা, অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছেন অর্জুন।
গোলাপি রঙের সিল্কের শাড়ি, সবুজ রঙের ব্রালেট, গলায় হিরের মোটা চোকার নেকলেস, চুলে খোপা বেঁধেই নজর কেড়েছেন মালাইকা (Malaika Arora)। দিওয়ালি পুরো সাজের মধ্যে মালাইকার হাতের বটুয়া ব্যাগ নজর কেড়েছে নেটিজনদের।
মালাইকা পাশে অর্জুনকে কালো রঙের কুর্তা পরে দেখা গিয়েছে। কাকা অনিল কাপুরের বাড়িতে ঢুকতেই পাপারাৎজিরা ঘিরে ধরে মালাইকা ও অর্জুনকে। তারপর থেকে গোটা সময়টাতেই মালাইকাকে আগলে রাখতে দেখা গেছে বনি পুত্র অর্জুন কাপুরকে।
ভারতীয় সাজে রীতিমতো চমকে দিয়েছেন মালাইকা আরোরা (Malaika Arora)। দিওয়ালি পার্টির পুরো চমকটাই যেন ছিল মালাইকার উপর। বিকিনি কাট ব্লাউজে উপচে পড়ছে সুডৌল বক্ষযুগল, প্রেমিক অর্জুনের সঙ্গে দিওয়ালি পার্টিতে ঘনিষ্ঠ মালাইকাকে দেখে চোখ সরাতে পারছিলেন না নেটিজেনরা।
অনিল কাপুরের দিওয়ালি পার্টিতে ঢোকার আগে পাপারাৎজির ক্যামেরায় হাসিমুখে একের পর এক পোজ দিয়েছেন এই হট কাপল। পুরো বডিগার্ডের মতোই সারাক্ষণ মালাইকাকে নিজের কাছে রেখেছিলেন অর্জুন কাপুর।
এবছর অর্জুনের পারিবারিক পার্টিতেই সকলের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনে মত্ত হয়েছিলেন মালাইকা (Malaika Arora)। তাদের বিয়ের খবরে সর্বদাই উত্তাল বলিপাড়া। কবে চারহাত এক হবে, তা নিয়ে স্পিকটি নন মালাইকা-অর্জুন।