মালাইকাকে ছেড়ে থাকতে না পেরে ২০-২৩ কোটি টাকা খরচ, কী করলেন অর্জুন কাপুর
মালাইকা আরোরা ও অর্জুন কাপুর, এক কথায় বলতে গেলে এই জুটির লাভস্টোরি বিটাউনে এখন হটকেক। তাঁদের প্রতিটা পদক্ষেপেই কড়া নজর রেখে চলেছে ভক্ত থেকে শুরু করে নেটিজেনরা। কবেই বা বিয়ে করবেন তাঁরা, নাকি লিভইনেই কাটবে জীবন! এমন হাজারও প্রশ্নের মাঝে এ কী কাণ্ড করে বসলেন অর্জুন।
18

মালাইকাকে ছেড়ে থাকতে পারছেন না অর্জুন কাপুর, একে অন্যের সঙ্গে প্রেম করছেন চুটিয়ে।
28
তবে বিয়ে নিয়ে কোনও আপডেটই নেই। ২০২০- লকডাউনে দেখা গিয়েছিল তাঁরা একই সঙ্গে একই ফ্ল্যাটে রয়েছে।
38
কোভিডের সময়ও দেখা যায় তাঁরা একই সঙ্গে করোনা পজিটিভ। তা নিয়েও বিস্তর ট্রোলের মুখে পড়তে হয়েছিল তাঁদের।
48
তবে সমাজ বা নেটদুনিয়াকে থোরাই কেয়ার, এই জুটি বহাল তবিয়তে প্রেমপর্ব চালিয়ে যাচ্ছেন।
58
তবে দূরে দূরে থাকা আর নয়। একসঙ্গে থাকতে এবার মালাইকার কাছাকাছি থাকাটা খুব প্রয়োজন।
68
মালাইকার ফ্ল্যাটেই এতদিন থাকতে দেখা যেত অর্জুনকে। তবে এবার অর্জুন মালাইকার বাড়ির পাশেই কিনে ফেললেন একটি ফ্ল্যাট।
78
২০ থেকে ২৩ কোটি টাকা দাম। সমুদ্র সৈকতের পাশে বান্দ্রাতে অবস্থিত এই নতুন ফ্ল্যাটেই এবার হবে এদের ঠিকানা।
88
তবে কি সত্যিই এবার বিয়ে পর্ব সারতে চলেছেন তাঁরা, তা যদিও এখনও স্পষ্ট নয়।
Latest Videos