- Home
- Entertainment
- Bollywood
- Aryan Khan : NCB-র সমন পেয়েও কেন জেরায় হাজির হলেন না আরিয়ান, দেখালেন বিশেষ কারণ
Aryan Khan : NCB-র সমন পেয়েও কেন জেরায় হাজির হলেন না আরিয়ান, দেখালেন বিশেষ কারণ
- FB
- TW
- Linkdin
গত ২৮ শে অক্টোবর দীর্ঘ ২৬ দিন পর মাদক কান্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের (aryan khan drugs case) জামিনের আবেদন মঞ্জুর করেছিল বম্বে হাই কোর্ট। জামিন পাওয়ার পর ফের ৭ দিন বাদে এনসিবি দফতরের সামনে দেখা গিয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে।
রবিবার ফের জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি (NCB) অফিসে ডেকে পাঠানো হয়েছিল আরিয়ান খানকে (Aryan khan drugs case) । তবে সমন পেয়েও এদিন এনসিবি-র জেরায় হাজির হলেন না শাহরুখ পুত্র। কারণ হিসেবে দেখালেন শারীরিক অসুস্থতার কথা।
এনসিবি (NCB) সূত্রে জানা গিয়েছে, আজ কিছু জিজ্ঞাসাবাদের জন্য আরিয়ান খানকে (aryan khan drugs case) ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সামান্য জ্বরের কারণ দেখিয়ে সে এনসিবি অফিসে উপস্থিত হতে পারেনি আরিয়ান।
শাহরুখ পুত্র আরিয়ান খান (aryan khan drugs case) মাদক মামলা নিয়ে এখনও সরগরম বলি ইন্ডাস্ট্রি। গত প্রায় এক মাস ধরে চর্চায় রয়েছে প্রমোদতরীর মাদক কান্ড। এই ক্রুজে অনুষ্ঠিত রেভ পার্টিতে গিয়েই এনসিবি-র হাতে ধরা পড়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান।
আসলে শুক্রবার এনসিবি (NCB) দফতরে সাপ্তাহিক দফতরে হাজিরা দিতে হাজির হয়েছিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান (aryan khan drugs case)। সাদা টি-শার্টস ও নীল-হলুদ জ্যাকেট পরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ব্যলাড এস্টেটের অফিসে হাজির হন আরিয়ান।
মাদককান্ডে গ্রেফতার আরিয়ানের খানের জামিনের পরিবর্তে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল। যার মধ্যে অন্যতম হল এই সাপ্তাহিক হাজিরা। এবং সেই কারণেই এনসিবি দফতরে হাজিরা দিতে পৌঁছেছিলেন আরিয়ান খান।
প্রত্যেক শুক্রবার এনসিবি-র দফতরে হাজির থাকতে হবে আরিয়ান খানকে। সকাল ১১ টা থেকে দুপুর ২ টোর মধ্যেই হাজিরা দিতে হবে আরিয়ানকে। বম্বে হাই কোর্টে ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন হয় আরিয়ান খানের।
বম্বে হাই কোর্টে আরিয়ানের জামিনের পরিবর্তে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছিল। সেই শর্তে আরও বলা হয়েছিল, প্রথমত,এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে আরিয়ানকে, এই মুহূর্তে দেশের বাইরে যাওয়া চলবে না। তবে প্রয়োজন হলে অবশ্যই নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি।
জামিনের শর্তে আরও বলা হয়েছিল,মুম্বইয়ের বাইরে যেতে হলে এই মামলার তদন্তকারী অফিসারকে আগে থেকে জানাতে হবে এবং তাঁর অনুমতি নিতে হবে আরিয়ান খানকে। এই মামলার কোনও সহ-অভিযুক্তর সঙ্গে কোনওরকম যোগাযোগ রাখা যাবে না।
এই মাদক মামলার সঙ্গে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কিংবা যাদের যোগাযোগ রয়েছে তাদের কারোর সঙ্গেই যোগাযোগ রাখা চলবে না। তদন্তের সঙ্গে জড়িত কোনও সাক্ষীকে প্রভাবিত করা বা তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা থেকে বিরত থাকবে অভিযুক্ত।
এছাড়া শর্তে আরও বলা হয়েছে, আরিয়ান যদি জামিনের শর্তের একটিও যদি মেনে চলতে ব্যর্থ হন তাহলে এনসিবির পক্ষ থেকে এনডিপিএস আদালতে আবেদন জানানো যাবে অভিযুক্তর জামিন খারিজের।