- Home
- Entertainment
- Bollywood
- দিন সাতেক আগেই করিনার সঙ্গে পার্টি মালাইকার, তবে 'মম টু বি' বেবো কি কোভিড পজিটিভ
দিন সাতেক আগেই করিনার সঙ্গে পার্টি মালাইকার, তবে 'মম টু বি' বেবো কি কোভিড পজিটিভ
- FB
- TW
- Linkdin
আরহানকে নিয়ে উদ্বেগের চেয়েও বেশি করিনাকে নিয়ে উদ্বেগ ভক্তদের। মম টু বি করিনা কাপুর খানই এখন সকলের চিন্তার কারণ।
প্রায় দিন সাতেক আগে মালাইকার সঙ্গে পার্টি করেছিলেন করিনা। সেখানে উপস্থিত ছিলেন আম্রুতা আরোরাও।
বহুদিন পর হোম আইসোলেশন ভেঙে সেই দিন দেখা করেছিলেন করিনা, আম্রুতা, মালাইকা সহ আরও দু'জন।
সেই ছবি করিনা নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেন। সেইদিন রীতিমত পার্টি করেন এই গার্ল স্কোয়াড।
মালাইকার কোভিড পজিটিভ হওয়ার পর করিনার জন্য উদ্বেগ বাড়ছে ক্রমশ। প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরে শরীরে অস্বস্তি থাকলেও ছিল না কোনও উপসর্গ।
তাও কোভিড টেস্টের সিদ্ধান্ত নিয়েছিলেন অর্জুন কাপুর। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে লেখেন, তিনি করোনা পজিটিভ।
সকলকে খবরটা দেওয়া প্রয়োজন বলে তিনি জানালেন। চিন্তার কোনও কারণ নেই। অর্জুন জানান, তিনি অ্যাসিম্পটোম্যাটিক।
ড়িতেই রয়েছেন আইসোলেশনে। ডাক্তারের পরামর্শ মেনে চলছেন। শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন সকলের শুভ কামনাতে।
লকডাউনের শুরু থেকেই মালাইকা ও অর্জুন কাপুর লিভ-ইনে ছিলেন। যার ফলে ভক্তমহলে উঠছে প্রশ্ন। তাহলে কি লিভ-ইন সম্পর্কের কারণেই কোভিডে আক্রান্ত হলেন তাঁরা।