- Home
- Entertainment
- Bollywood
- 'মার খেয়েছি, তবে ভাগ্যের জোরে কোনও দাগ হয়নি মুখে', সলমনকে নিয়ে বিস্ফোরক ঐশ্বর্য
'মার খেয়েছি, তবে ভাগ্যের জোরে কোনও দাগ হয়নি মুখে', সলমনকে নিয়ে বিস্ফোরক ঐশ্বর্য
- FB
- TW
- Linkdin
সলমন খান ও ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ সকলের চোখে এসে ধরা দিয়েছিল হাম দিল দে চুকে সনম ছবির মধ্যে দিয়ে।
রিয়েল লাইফে প্রেম পর্বের শুরুও ঠিক তখনই। কিন্তু কোথাও গিয়ে যেন ঘটে ছন্দ পতন।
দিন দিন সলমন খান হয়ে উঠছিলেন পজেসিভ। বিশ্বাস হারাচ্ছিলেন ঐশ্বর্যের ওপর থেকে।
প্রতিটা মুহূর্তে তিনি ঐশ্বর্যের পেছন পেছনে ঘুরে বেড়াতেন। এতে সম্পর্ক ক্রমেই খারাপ হচ্ছিল দুইয়ের।
শুধু সম্পর্কই নয়, ঐশ্বর্যের কথায় তাঁর কেরিয়ারে বিস্তর প্রভাব পড়তে থাকে এই অশান্তি। প্রকাশ্যে গায়ে হাত তুলতে পিছু পা হতেন না তিনি।
এমন কি চলতে চলতে ছবি থেকে বাদ পড়তে হয়েছিল ঐশ্বর্যকে। সকলের সামনেই গায়ে হাত দিয়েছিলেন সলমন।
এই জিনিস মেনে নিতে না পেরেই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ঐশ্বর্য রাই। এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন তিনি।
জানিয়ে ছিলেন, যে সলমন খান অহরহ তাঁর গায়ে হাত তুলতেন, এটা তাঁর সৌভাগ্য যে কখনও কোথাও দাগ হয়নি।
রাই সুন্দরীর বিশেষ গুণের মধ্যে অন্যতম হল তাঁর রূপ। সলমনের সঙ্গে থাকলে তা হয়তো এতদিন আর আগের মত থাকত না।
আক্ষেপ প্রকাশ করে জীবনে চরম দিনগুলোর কথা বলতে পিছু পা হননি ঐশ্বর্য।
নির্বাচনের সকল খবর পেতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার লিঙ্কে।