- Home
- Entertainment
- Bollywood
- সইফের চতুর্থ সন্তান, তৈমুরের ভাই হবে না বোন, করিনাকে নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র
সইফের চতুর্থ সন্তান, তৈমুরের ভাই হবে না বোন, করিনাকে নিয়ে কী বলছে জ্যোতিষশাস্ত্র
- FB
- TW
- Linkdin
জ্যোতিষ শাস্ত্রে অনেকেরই নেই বিশ্বাস। কেউ আবার মনে করেন এই জ্যোতিষ শাস্ত্রের মধ্যে দিয়েই ভবিষ্যতের একাধিক তথ্য জেনে যাওয়া সম্ভব।
ভাগ্য রেখা থেকে শুরু করে মুখের অবয়ব, কেউ কেউ আবার পড়তে পারেন কপালের লিখনও। এমনই এক জ্যোতিষী এবাহ অনুমান করলেন করিনার গর্ভে সন্তান ছেলে না মেয়ে।
তৈমুরের কাকে পেতে চলেছে, ছোট বোন না ভাই, সইফের ঘরে এই নিয়ে চতুর্থ সন্তানের আগমন। তিন সন্তানের মধ্যে দুই ছেলে এক মেয়ে।
এরই মাঝে সইফের দ্বিতীয় স্ত্রী করিনা কাপুর গর্ভবতী। তাঁর কোলেও দুই সন্সানই হতে চলেছে। সইফের আগের পক্ষে দুই সন্তানের মধ্যে এক ছেলে এক মেয়ে।
এবার জ্যোতিষীর মত, সইফের কোলে আসতে চলেছে একটি কন্যা সন্তান। তৈমুরের বোনই হবে ধারনা জ্যোতিষীর।
যদিও এই নিয়ে অনেকেরই ভিন্ন মতামত রয়েছে। জ্যোতিষীর মতে করিনার মুখে অবয়বে ফুঁটে উঠেছে তিনি কন্যা সন্তানই নাকি জন্ম দেবেন।
কেবল তৈমুরই নয়, সারা আলি খানও কোলে পেতে চলেছে ছোট বোনকে। ২০২১ সালেই হবে করিনার ডেলিভারি।
বাস্তাবে করিনার কোলে যে ক্ষুদে স্টার আসতে চলেছে তাঁর অপেক্ষাতেই দিন গুণছে ভক্তকূল।