- Home
- Entertainment
- Bollywood
- Shershaah: আসল কার্গিল হিরোকে কতটা ছুঁতে পারবেন সিদ্ধার্থ মালহোত্রা, জানুন কেমন ছিলেন বিক্রম বার্তা
Shershaah: আসল কার্গিল হিরোকে কতটা ছুঁতে পারবেন সিদ্ধার্থ মালহোত্রা, জানুন কেমন ছিলেন বিক্রম বার্তা
বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে কার্গিল হিরো বিক্রম বার্তার বায়োপিক শেরশাহ। অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে ঘিরে প্রত্যাশা বাড়ছে দর্শকদের।
| Published : Aug 11 2021, 10:58 PM IST
- FB
- TW
- Linkdin
কার্গিল হিরো বিক্রম বার্তার বায়োপিক শেরশাহ রিলিজ হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ ১২ অগাস্ট। আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে রিয়েল লাইফ হিরোর জীবনী দেখা যাবে। অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আডবানি।
ছবির মূল বিষয়বস্তু কার্গিল যুদ্ধ হলেও বিক্রম আর ডিম্পলের আসল প্রেম কাহিনিও রয়েছে তুলে ধরেছেন পরিচালক বিষ্ণ বর্ধন। পাশাপাশি বিক্রম যেসব কথা সবথেকে বেশি ব্যবহার করত সেগুলিও রেখেছেন। এখন প্রশ্ন রিয়েল লাইফ হিরো বিক্রম বার্তাকে কতটা ছুঁতে পারবেন রিল লাইফ হিরো সিদ্ধার্থ মালহোত্রা।
যদিও একাধিক সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে সিদ্ধার্থ জানিয়েছেন তিনি পঞ্জাবী আর বিক্রমও একজন পঞ্জাবী- তাই চারিত্রিক কিছু বৈশিষ্ট্যের মিল থাকবে। পাশাপিশ বিক্রমের পরিবার তাঁকে চেয়েছিল। সেই কারণে প্রথম থেকেই কিছুটা অ্যাডভানটেজ রয়েছে।
এর আগেও সিদ্ধার্থ মালহোত্রাকে একাধিকবার সেনা জওয়ানের ভূমিকায় অভিয়ন করেছেন। আর সেই অভিনয় যথেষ্টই প্রশংসা পেয়েছে দর্শক মহলে। পাশাপাশি ক্যাপ্টেনের চরিত্রে অভিনয় করার জন্য সেনা বাহিনীর প্রাক্তন এক অফিসারের কাছে প্রশিক্ষণও নিয়েছেন তিনি। একাধিকবার বিক্রমের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।
বিক্রম বার্তা সহযোগী যোদ্ধাদের কাছে অত্যান্ত জনপ্রিয় ছিলেন। কঠিন পরিস্থিতিতে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার মানসিকতা ছিল তাঁর। সহকর্মীরা জানিয়েছেন তিনি একাই পাকিস্তানের বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছিলেন।
বিক্রম বার্তা সহযোগী যোদ্ধাদের কাছে অত্যান্ত জনপ্রিয় ছিলেন। কঠিন পরিস্থিতিতে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়ার মানসিকতা ছিল তাঁর। সহকর্মীরা জানিয়েছেন তিনি একাই পাকিস্তানের বাঙ্কার গুঁড়িয়ে দিয়েছিলেন।
কার্গিল যুদ্ধ হয়েছিল ১৯৯৯ সালে। সেই সময় পেসসির জনপ্রিয় স্লোগান ইয়ে দিল মাঙ্গে মোর -ওয়ান লাইনার হিসেবে মাঝে মাঝেই ব্যবহার করতেন। যদ্ধ জয়ের পর সেই ভাষাতেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে জয়ের খবর দিয়েছিলেন। এসবই রয়েছে সিনেমাটিতে।
বিক্রমের ভাই জানিয়েছেন, পাকিস্তানি সেনাদের সঙ্গে লড়াই করার সময় বিক্রম নাকি তাদের রীতিমত হুঁশিয়ারি দিয়েছিলন। আর বোমায় বাঙ্কার উড়িয়ে দেওয়ার সময় তিনি বলেছিলেন মাধুরীর তরফ থেকে তোমাদের জন্য ভালোবাসা। কিন্তু চলচ্চিত্র সমালোচকদের প্রশ্ন কতটা আশা পুরণ করতে পারবেন সিদ্ধার্থ মালহোত্রা।
বিক্রমের লাভস্টোরিও যথেষ্ট ছিল সম্পূর্ণ অন্যরকম। ডিম্পল জানিয়েছেন, বিক্রম তাঁকে বুড়ো আঙুল কেটে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন। যা তাঁর কাছে সবথেকে মধুর স্মৃতি।
এই ছবিতে ডিম্পলের চরিত্রে দেখা যাবে কিয়ারা আডবানিকে। যদিও ট্রেলারে তাঁদের অনক্রিন লাভ এখনও পর্যন্ত দর্শকদের মন কেড়ে নিয়েছেন। কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি প্রত্যাশা বাড়ছে কিয়ারা আডবানিকে ঘিরেও।
করোনাকালে সিদ্ধার্থ মালহোত্রার কোনও ছবি রিলিজ হয়নি। কিন্তু দীর্ঘ দিন পরে রিলিজ হতে চলেছে শেরশাহ। করোনার সংক্রমণের জন্য কিছুটা দেরিতে মুক্তি পাচ্ছে এই ছবি। সিনেমা হল বন্ধ থাকায় ওটিটি প্ল্যাটফর্মই ভরসা।