সহ্যের সীমা ছাড়াচ্ছে, বাবাকে আর অপমান নয়, আইনি পদক্ষেপ ভাট কন্যাদের
- FB
- TW
- Linkdin
বাবার জন্য এতদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ চালিয়েছিলেন পূজা ভাট। আলিয়া অবশ্য কোনও মন্তব্য করেননি এতে।
বরং সোশ্যাল মিডিয়া থেকে নিয়েছিলেন বিরতি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ না চালিয়ে সরাসরি আইনি পদক্ষেপ নেবেন তাঁরা।
তাঁদের কথায়, প্রমাণ ছাড়াই মহেশ ভাটকে যে কেবল দোষী সাব্যস্ত করা হয়েছে তাই নয়, তাঁর চরিত্র নিয়েও কুমন্তব্য চলছে চারিদিকে।
যার জেরে এবার আর কোনও অভিযোগের আঙুল বাবার গায়ে উঠতে দেবে না ভাট-কন্যারা। নেবেন আইনি পদক্ষেপ।
আলিয়া এবং পূজা একসঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তে এসেছেন। আইনি পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনও গতি নেই।
অন্যদিকে সোনি রাজদানও সোশ্যাল মিডিয়ায় স্বামীর জন্য আওয়াজ তুলেছিলেন। প্রতিবাদীদের জোর ঝাপটায় হেরে গিয়েছেন তিনিও।
সুশান্তকে 'সড়ক টু' ছবিতে কাস্ট করা নিয়ে ইডি-র কাছে মহেশ জানিয়েছিলেন রিয়া মারফত সুশান্তের সঙ্গে তাঁর মাত্র দু'বার দেখা হয়।
এই দু'বার দেখায় সুশান্তকে কোনও ছবিতে নেওয়ার কথা ভাবেননি তিনি। এদিকে ভাই মুকেশ ভাটের ভিন্ন বক্তব্য।
সুশান্তের মৃত্যুর ঠিক একদিন পরই মুকেশ জানান, সুশান্তকে সড়ক টু ছবিতে কাস্ট করার জন্য মহেশ এবং আলিয়াই প্রস্তাবটি তোলে।
পরবর্তীকালে ভাট ক্যাম্পের প্রযোজনা সংস্থা এবং সুশান্তের ডেট ম্যাচ না হওয়ায় সড়ক টু ছবি থেকে সরে যান সুশান্ত।