- Home
- Entertainment
- Bollywood
- শিল্পার আড়ালেই চলত নৈশ পার্টি, 'জিজু'কে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, বিগ বসে গিয়েও রাজের জন্য অস্থির শমিতা
শিল্পার আড়ালেই চলত নৈশ পার্টি, 'জিজু'কে নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, বিগ বসে গিয়েও রাজের জন্য অস্থির শমিতা
- FB
- TW
- Linkdin
বিগ বসের ঘরে পা রাখার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শমিতা শেট্টি। এককথায় বলতে গেলে বিগ বস ওটিটি-র অন্যতম চর্চিত প্রতিযোগী হলেন শমিতা শেট্টি।
বর্তমানে বেশ অনেকদিন ধরেই বিগ বসের ঘরে রয়েছেন শমিতা শেট্টি। শুরুতে বিগ বসের ঘরে পা রেখেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শমিতা শেট্টি। তবে আপাতত বিতর্ক থেকে দূরে রয়েছেন শমিতা শেট্টি। বর্তমানে রাকেশের প্রেমে মজেছেন শমিতা।
বর্তমানে বেশ অনেকদিন ধরেই বিগ বসের ঘরে রয়েছেন শমিতা শেট্টি। শুরুতে বিগ বসের ঘরে পা রেখেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন শমিতা শেট্টি। তবে আপাতত বিতর্ক থেকে দূরে রয়েছেন শমিতা শেট্টি। বর্তমানে রাকেশের প্রেমে মজেছেন শমিতা।
তবে রোম্যান্স , মনোমালিন্য, খুনসুটি, ঝগড়া এই সবের মাঝেও জিজু রাজের জন্য মন দুশ্চিন্তা বাড়ছে শিল্পার বোন শমিতা শেট্টির। সম্প্রতি বিগ বসের ঘরে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শিল্পা ও শমিতার মা সুনন্দা শেট্টি।
মা-কে দেখে কেঁদে ফেলেন শমিতা। করোনার জেরে কাঁচের দেওয়ালের দুপ্রান্তে দাঁড়িয়েই অবশেষে মিলন হল মা-মেয়ে। তবে নিজেকে সামলে নিলেও জামাইবাবুর পরিস্থিতি কেমন তা জানতে চান শমিতা।
বিগ বসের ঘরে ঢোকার পর থেকে বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন শমিতার। জামাইবাবু পর্নকান্ডে দীর্ঘদিন জেলে বন্দি। প্রায় ২ মাস হতে চলল রাজের গ্রেফতারির।
শমিতা মাকে বলেন, 'জিজু কেমন আছে'। মেয়ের প্রশ্নের জবাবে মা সুনন্দা দেবী জানান, 'সবকিছু ঠিক আছে, তুমি চিন্তা করো না। শিল্পা ও তার ১০ বছরের ছেলে বিহান অনেক ভালবাসা জানিয়েছে তোমায়'।
রাজের সঙ্গে একাধিক ঘটনায় বারবার নাম উঠে এসেছে শমিতার। ঠিক সেই সময়েই বিগ বস ১৫-তে শমিতার উপস্থিতি এককথায় সকলকে অবাক করে দিয়েছিল।
রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে শিল্পার বোন শমিতা শেট্টি। তেমনই রাজেরও পুরোনো সাক্ষাৎকারও ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। এমনকী শিল্পা ঘুমিয়ে পড়লেই চলত জামাইবাবু রাজের সঙ্গে দেদার পার্টি, সেই গোপন কেচ্ছাতেও শিরোনামে এসেছিলেন শমিতা।
রাজ-শিল্পা-শমিতার পুরোনো সাক্ষাৎকার থেকে জানা গেছে, শিল্পা ও রাজের বিয়ের পর নাকি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন শমিতা। যা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে টিনসেল টাউনে।