- Home
- Entertainment
- Bollywood
- গোপনাঙ্গের কাছে এ কী লুকিয়ে ফেললেন নিক্কি, 'বিগ বস'-এ চরম অশ্লীলতা, কেঁদে ফেললেন রাহুল
গোপনাঙ্গের কাছে এ কী লুকিয়ে ফেললেন নিক্কি, 'বিগ বস'-এ চরম অশ্লীলতা, কেঁদে ফেললেন রাহুল
- FB
- TW
- Linkdin
এই সমস্যা মিটতে না মিটতেই বিগ বস হাউজে ক্রমশ বাড়ল নোংরামি। এবং দায়িত্ব নিয়ে সেই অশ্লীলতা বাড়ালেন নিক্কি তাম্বোলি।
রাহল বৈদ্যের সঙ্গে একটি কার্য চালকালীন জঘন্যতম স্ট্র্যাটেজি দেখিয়ে বিগ বসের অন্যান্য প্রতিযোগীদের নিন্দা কুড়োলেন তিনি।
একটি টাস্ক শুরু হতেই প্রথমদিকে সবকিছুই স্বাভাবিক ছিল। হঠাৎই নিক্কি এবং রাহলের মধ্যে শুরু হয় হাতাপাই।
সেই হাতাপাইয়ের জেরে প্রথম ধস্তাধস্তি হলেও পরের দিকে নিক্কি শুরু করেন নিজের টেকনিক।
যে জিনিসটি নিয়ে ধস্তাধস্তি শুরু হয় সেই জিনিসটি নিক্কি নিজের প্যান্টের ভিতর রেখে দেন।
লজ্জায় সকলে মাথা নিচু করে ফেলেন। মহিলা প্রতিযোগীরাই প্রথমে নিক্কির নিন্দা শুরু করে। টাস্ক জেতার জন্য এই নিম্ন মানসিকতা কেন।
নয়না, জ্যাসমিন, পবিত্রা প্রশ্ন করেন নিক্কিকে। রাহুলও বার বার বলতে থাকেন, এমন টেকনিকের শরণাপন্ন হওয়া নিম্ন মানসিকতার প্রয়োজন দেয়।
কথা কাটাকাটি শুরু হতেই রাহুল কেঁদে ফেলেন। নিক্কি অন্যদিকে অনড়। নিজের সিদ্ধান্তকে একেবারেই ভুল মনে করছেন না তিনি।