- Home
- Entertainment
- Bollywood
- শীঘ্রই মা হতে চলেছেন বিপাশা, বিয়ের চার বছর পর হবু সন্তানের খোঁজে 'বং বিউটি'
শীঘ্রই মা হতে চলেছেন বিপাশা, বিয়ের চার বছর পর হবু সন্তানের খোঁজে 'বং বিউটি'
বিপাশা বসু বি-টাউনের হট অভিনেত্রীর তালিকায় অন্যতম। এক সময়ে বিপাশার হট অবতারে রাতের ঘুম উড়েছিল হাজারো পুরুষের। ঘনিষ্ঠ দৃশ্যে আগুন জ্বালিয়েছিল বলিউডের সেক্স বম্ব। অভিনেতা করণ সিং গ্রেভারের সঙ্গে 'অ্যালোন' ছবিতে তাদের ঘনিষ্ঠ অন্তরঙ্গতা মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের। তারপর থেকেই করণের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। বর্তমানে ৪ বছর ধরে দিব্যিই আছেন এই হট কাপল। বলিউডের অন্যতম প্রিয় দম্পত্তির তকমাও রয়েছে তাদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন। খুব শীঘ্রই মা হওয়ার পরিকল্পনা রয়েছে বিপাশার। নতুন সন্ধানের খোঁজেই আপাতত মগ্ন বলিউডের এই 'হট কাপল'।

নব্বইয়ের দশকের 'বং বিউটি' বিপাশা ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বাঙালি কন্যার নতুন খবরেই ঘুম উড়েছে নেটিজেনদের।
হট অ্যান্ড সেক্সি বিপাশা জন আব্রাহামের সঙ্গে সম্পর্ক থেকে লিভ-ইন সবেতেই লাইমলাইটে ছিলেন।
লকডাউনে অভিনেতা-অভিনেত্রীদের পুরোনা ছবি, ভিডিও মারাত্মক ভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তবে পুরোনো নয়, সম্প্রতি সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন বিপাশা বসু। তারপর থেকেই সরগরম পোজ থ্রি-র পাতা।
লকডাউনে কয়েকদিন আগেই খুশির খবর শুনিয়েছে করিনা কাপুর খান। অন্তঃসত্ত্বা হওয়ার খুশির খবর নিয়েই ব্যস্ত গোটা টিনসেল টাউন।
এবার করিনার পর কার পালা? বলিউডে আর কোন তারকা মা হতে চলেছেন চলছে তার খোঁজ।
আর এই সময়েই সেই খোঁজে সুখবর দিলেন বলিউডের সেক্স বম্ব বিপাশা বসু ও করণ সিং গ্রোভার।
বিয়ে হয়েছে ৪ বছর। কবে ভবিষ্যৎ-এর পরিকল্পনা করবেন, কবেই বা নতুন প্রাণকে পৃথিবীতে আনবেন এই কাপল এই প্রশ্নে যেন 'স্পিকটি নট' দুজনেই।
তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে সন্তান নিয়ে প্রশ্ন করতেই বিপাশা মুখ খুলেছেন। আর তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।
বিপাশা জানিয়েছেন, 'সবই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি, যেদিন উনি পরিকল্পনা করবেন সেদিনই সব হবে। এবং তাতেই আমরা খুশি।'
তবে শুধু বিপাশাই নয় করণও জানিয়েছেন, দেশে প্রচুর শিশু রয়েছে, যাদের একজন অভিভাবক প্রয়োজন। সেরকম হলে একজন শিশুকে দত্তকও নিতে পারি।
নিজে গর্ভবতী না হয়েও একজন সন্তানের মা হওয়া যায়, তার অভিভাবক হয়ে তাকে মানুষ করা যায়, আর সেটাই হল সবচেয়ে বড় প্রাপ্তি।
এছাড়াও তারা আরও জানিয়েছেন, পৃথিবীর সমস্ত শিশুরই একটা সুন্দর জগত দেখার অধিকার রয়েছে। সেই সুন্দর পৃথিবীটা তাদের দিতে চাই। তবে সময় সবটাই বলে দেবে।
বিপাশা আরও বলেছেন, সারা দেশে এমন অনেক বাচ্চা রয়েছে, যাদের আমরা যত্ন নিতে পারি না। তাদের যত্ন নেওয়াও আমাদেরই কর্তব্য়।