- Home
- Entertainment
- Bollywood
- আদালত অবমাননা, কঙ্গনা নয়, বেআইনি কাজ করেছে বিএমসি, আদালতের দ্বারস্থ কঙ্গনার উকিল
আদালত অবমাননা, কঙ্গনা নয়, বেআইনি কাজ করেছে বিএমসি, আদালতের দ্বারস্থ কঙ্গনার উকিল
সাত সকালেই নোটিস দিয়ে ভেঙে দেওয়া হল কঙ্গনার অফিস। মুহূর্তে মুম্বই পুলিশের চোখের সামনে ভাঙা হল মণিকর্ণিকা অফিস। কঙ্গনা বর্কমানে বিমানে, কিছুক্ষণের মধ্যেই তিনি হাজির হবেন। এরই মাঝে হাইকোর্টের নির্দেশ অমান্য করেই চলল এই কাজ, বেআইনি কোনটা, উঠছে প্রশ্ন...
- FB
- TW
- Linkdin
২৪ ঘণ্টা আগে নোটিস দিয়েছিল বিএমসি। কঙ্গনার অফিসের ভেতরে বেআইনি কনস্ট্রাকসন হচ্ছে। কঙ্গনা জানিয়েছিলেন তেমন কিছুই নেই।
তিনি খবর পেতেই মুম্বই আসার ব্যবস্থা করে। তিন দিন আগেই জানিয়েছিলেন ৯ সেপ্টেম্বর মুম্বই পৌচ্ছবেন কঙ্গনা।
বুধবার সেই মতই রওনা দিয়েছিলেন কঙ্গনা। কিন্তু তিনি যখন চণ্ডিগড়ের বিমানবন্দরে পা রেখেছিলেন, তখনই ফুঁসছিল বিএমসি।
মুহূর্তের মধ্যে কঙ্গনার অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। ততক্ষণে সামনে এসে গিয়েছিল হাইকোর্টের নির্দেশ।
যেখানে সাফ বলা থাকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ভাঙার কাজ করা যাবে না। কিন্তু তা হাতে পাওয়ার পরও চুপ মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের কড়া নজরদারিতেই এই কাজ চালালো বিএমসি। তা বেআইনি, দাবি করলেন কঙ্গনা রানাওয়াতের উকিল।
আবারও আদালতের দ্বারস্থ হলেন কঙ্গনার উকিল। ভিডিও কলের মধ্যে দিয়ে আদালতে তথ্য পেশ করছেন উকিল।
অন্যদিকে ওয়াই ক্যাটারি সিকিউরিটি নিয়ে মুম্বইয়ের পথে রওনা দিয়েছেন। বিমানবন্দরেও কড়া নিরাপত্তা।