- Home
- Entertainment
- Bollywood
- প্রতিশোধ নেওয়া থেকে শুরু করে ধর্মেন্দ্রর গায়ে হাত তোলা, ববির পাশে ছিলেন কেবল সলমন
প্রতিশোধ নেওয়া থেকে শুরু করে ধর্মেন্দ্রর গায়ে হাত তোলা, ববির পাশে ছিলেন কেবল সলমন
ববি দেওলের সঙ্গে বরাবরই বাবা ধর্মেন্দ্রর সম্পর্ক ছিল খারাপ। তবে তা প্রকচ হয়ে ধরা দেয়, যখন তাঁর বয়স ১৮। ধীরে ধীরে নিজের জীবনটা পরিবারের থেকে আলাদা করতে শুরু করেন ববি দেওল। অশান্তি শুরু সেখান থেকেই।
- FB
- TW
- Linkdin
শ্যুটিং, কেরিয়ারের সুবাদে ছোট থেকেই বাবাকে কাছে পাননি ববি দেওল। যার ফলে শুরু থেকেই ছিল সম্পর্কে দুরত্ব।
তার মাঝে হালকা কথা হলেও, অশান্তি চরমে ওঠে যখন ববির বয়স ১৮। নিজের জগতটা নিজের মত করে গোছাতে শুরু দেয় ববি।
নাইট ক্লাবে যাওয়া, নিজের সমস্ত বিষয় মা-বাবার কাছে লুকিয়ে যাওয়া। এম কি একটা সময় তাঁদের কোও কথাই কানে ঢুকতো না ববির।
তিনি বুঝতে পারতেন মা-বাবা তাঁর মনের মতো করে সবটা বুঝিয়ে বলছে, কিন্তু কোথাও গিয়ে যেন, তিনি শোনার জন্য প্রস্তুত ছিলেন না।
অদ্ভুত এক রাগ কাজ করত ধর্মেন্দ্রর ওপর। এমন কি বার কয়েক তাঁকে জোর করায়, বাবার গায়ে হাতও তুলতে গিয়েছিলেন তিনি।
এমনই পরিস্থিতিতে সলমন খান পাশে দাঁড়িয়েছিলেন ববির। প্রথম তিনি বুঝিয়েছিলেন, সকলের জীবনেই কষ্ট থাকে, কিন্তু তা কাটিয়ে উঠতে হয়।
কেরিয়ারে প্রভাব পড়ছিল ববির, তিনি মন থেকে কোথাও নিজেকে উজার করে দিতে পারতেন না। সব কিছুতেই কাজ করত চরম রাগ।
সলমনের সঙ্গে কথা বলার পর খানিক স্বস্তি বোধ করেন তিনি। এরপরই এসেছিল রেস থ্রি-তে কাজ করার সুযোগ। বর্তমানে সেই দিনগুলো নিয়ে আক্ষেপ করেন ববি।
এই নিয়ে বর্তমানে পুলিশি জেরার মুখে সানি। যদিও প্রকাশ্যে কোনো রকম মন্তব্য করতে নারাজ অভিনেত্রী। তবে বলিউডে এমন ঘটনা নতুন নয়।