শ্যুটিং সেটে গুরুতর আহত হয়েছিলেন এই তারকারা, দেখুন তালিকায় কারা
শ্যুটিং চলাকালিন একাধিক দুর্ঘটনার সন্মুখীন হতে হয় তারকাদের। কখনও মৃত্যু ঘটেছে সেটের সদস্যের কখনও আবার গুরুতর আহত হয়েছেন তারকারা। বলিউডে শ্যুটিং ফ্লোরে এমনই পরিস্থিতির সন্মুখীন হতে হয়েছিল তারকাদের।
110

কুলিঃ কুলির সেটে গুরুতর আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। বন্ধ হয়েগিয়েছিল ছবির শ্যুটিংও।
210
গুলামঃ গুলাম ছবিতে ট্রেনের সামনে স্টান্ট করতে গিয়ে আহত হন আমির খান। পায়ে চোট পেয়েছিলেন তিনি।
310
ধুম থ্রিঃ ধুম থ্রি ছবির শ্যুটিং-এ বেশকিছু স্টান্ট করতে হয়েছিল ক্যাটরিনা কইফকে। সেখানেই ফ্লোরে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন অভিনেত্রী।
410
শ্যুট আউট এট ওয়াদালাঃ এই ছবির অ্যাকশন সিনে শ্যুটিং করার সময় জন আব্রাহমের ঘাড় থেকে বেরিয়ে যায় ফলস গুলি। মৃত্যুকে এদিন অনুভব করেছিলেন বলে জানান অভিনেতা।
510
পদ্মাবতঃ সেট সাজানোর সময় এক আর্টিস্ট ওপর থেকে পড়ে যান এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু ঘটে।
610
তেরে নামঃ এই ছবির সেটে আহত হয়েছিলেন সলমন খান। বেশ কয়েকদিন শ্যুটিং বন্ধ রাখা হয়েছিল তাঁর জন্য।
710
কৃষ থ্রিঃ ৫০ ফুট ওপর থেকে পড়ে গিয়েছিলেন হৃত্বিক রোশন। নিচে থাকা স্পঞ্জের জন্য প্রাণ বাঁচে অভিনেতার।
810
গুন্ডেঃ ডান্স ফ্লোরে গুরুতর আহত হয়েছিলেন রণবীর সিং। তাঁকে মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
910
আউডি রাঠরঃ অক্ষয় কুমার নিজেই ছবির স্টান্ট করে থাকেন। তবে এই ছবিতে স্টান্ট করতে গিয়ে ছিটকে পড়েছিলেন অভিনেতা।
1010
অগ্নিপথঃ ছবির শ্যুটিং চলাকালিন কোমড়ে চোট পান হৃত্বিক রোশন। মুহূর্তে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন অভিনেতা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos