- Home
- Entertainment
- Bollywood
- জানেন কি, প্রায় একবছর ধরেই হেমার থেকে আলাদা থাকছেন ধর্মেন্দ্র, খোদ জানালেন 'ড্রিম গার্ল'
জানেন কি, প্রায় একবছর ধরেই হেমার থেকে আলাদা থাকছেন ধর্মেন্দ্র, খোদ জানালেন 'ড্রিম গার্ল'
- FB
- TW
- Linkdin
বিবাহিত হওয়া সত্ত্বেও প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে তালাক না দিয়েই হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র।
দেখতে দেখতে চার দশক পেরিয়ে গিয়েছে তাদের দাম্পত্যজীবন। বলিউডের পাওয়ার কাপল নাকি গত এক বছর ধরে পরস্পরের থেকে আলাদা রয়েছেন।
কিন্তু কেন এই দূরত্ব, তা নিয়ে বি-টাউনের অন্দরে জোর জল্পনা শুরু হয়েছে। গত এক বছরে এমন কী হল যে হেমার থেক দূরে রয়েছেন ধর্মেন্দ্র।
একসঙ্গে থাকা তো দূর সংসারও করছেন না বলিউডের পাওয়ার কাপল এমনটাই জানিয়েছেন খোদ হেমা মাবৃলিনীষ
আসলে গত বছর করোনার প্রকোপ রুখতে সারা দেশে যখন লকডাউন ঘোষণা হয়েছিল তখন খেরই লোনাভলায় নিজের ফার্ম হাউসে ছিলে ধর্মেন্দ্র। এবং করোনার থেকে বাঁচতেই শহর থেকে অনেক দূরে থাকাটাই নিরাপদ মনে হয়েছিল ধর্মেন্দ্রর।
এই কারণের জন্যই গত এক বছর ধরে একে অপরের থেকে আলাদা রয়েছেন তারা। আসলে করোনায় তাদের আলাদা করে দিয়েছে।
হেমা আরও জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে একসঙ্গে থাকার চেয়েও ওনার স্বাস্থ্যের খেয়াল রাখাটা অনেক বেশি জরুরি। এবং সেই কারণেই এই সিদ্ধান্ত।
একে অপরের থেকে আলাদা থেকে দিব্যি খোশমেজাজে রয়েছেন ধর্মেন্দ্র।
আপাতত চাষাবাদ নিয়ে ব্যস্ত অভিনেতা।মাঝেমধ্যেই ফার্ম হাউজের বিভিন্ন ভিডিও শেয়ার করছেন ভক্তদের সঙ্গে।