- Home
- Entertainment
- Bollywood
- ফ্লপ ছবি থেকে কঙ্গনা ঝড়, অবসাদও জীবনের একটি অধ্যায়, ডিপ্রেশন কাটিয়ে উঠে হৃত্বিকের মত
ফ্লপ ছবি থেকে কঙ্গনা ঝড়, অবসাদও জীবনের একটি অধ্যায়, ডিপ্রেশন কাটিয়ে উঠে হৃত্বিকের মত
- FB
- TW
- Linkdin
কহনা পেয়ার ছবি দিয়ে যাত্রা শুরু। সুপার হিট ছবি উপহার দিয়ে মুহূর্তে দেশে জনপ্রিয় হয়ে উঠেছিলেন হৃত্বিক রোশন। এরপর ক্রমেই নিচের দিকে নামতে থাকে কেরিয়ার গ্রাফ।
একের পর এক ছবি একটা সময় ফ্লপ হতে শুরু করে হৃত্বিক রোশনের। সেই ধাক্কা সামলাতকে না সামলাতেই সুজানের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর।
এরপরও জীবনের আরও এক অধ্যায় ছিল বাকি। কঙ্গনা রানাওয়াত। তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু হয় জল্পনা। একাধিক চাপে ক্রমেই নিজেকে গুটিয়ে নিতে থাকেন হৃত্বিক।
কয়েকবছর পরই এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন হৃত্বিক রোশন। সাফ জানিয়েছিলেন, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।
তবে কারণ খোলসা করে না বললেও, অবসাদ নিয়ে একাধিক কথা বলতে শোনা যায় সুপারস্টারকে। তাঁর মতে এটাও জীবনের একটি অধ্যায়।
এই সময়টা নিজেকে নতুন করে গড়ে ছিলেন তিনি। হৃত্বিকের এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। তবে তা সহজভাবে নিতে হবে।
বন্ধুদের সঙ্গে কথা বলা, কাছের মানুষের সঙ্গে সময় কাটানো, ও মনকে শান্ত রাখাটাই আসল। নিজেকে ধরে রাখা, নিয়মিত পজিটিভ চর্চা করাটাই ছিল হৃত্বিকের রুটিন।
সেই অবসাদই সময়ের সঙ্গে সঙ্গে কাটিয়ে ওঠেন হৃত্বিক রোশন। তবে কেবল তিনিই নন, শাহরুখ, দীপিকা আরও অনেকেই এই কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন।