ছবিতে এই তারকারা থাকলেই বাজিমাত, প্রয়োজন পড়ে না স্টান্ট ম্যানের
বলিউডে তারকাদের উপস্থিতিতেই বাজিমাত। নায়ক কিংবা নায়িকা ভিত্তিক ছবির চলই ছবি বলিউডে বেশি। এখন বদলেছে সময়, ছবির প্রেক্ষাপট থেকে চিত্রনাট্য, ভক্তের পছন্দের তালিকাতে থাকে এখন এগুলোও। কিন্তু ছবিতে যদি এই কয়েক তারকা থাকেন, তবে প্রয়োজন পড়ে না স্টান্ট ম্যানের।
| Published : Apr 07 2020, 05:52 PM IST
ছবিতে এই তারকারা থাকলেই বাজিমাত, প্রয়োজন পড়ে না স্টান্ট ম্যানের
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
বলিউডের বহু ছবি রয়েছে যা অ্যাকশনের ওপর ভিত্তি করেই ঝড় তুলেছে বক্স অফিসে। আর সেই সুবাদেই স্টান্ট ম্যানদের চাহিদা তুঙ্গে।
29
তবে বলিউডে এমন বহু তারকা রয়েছেন যাঁরা নিজেদের স্টান্ট নিজেরাই করতে বেশি পছন্দ করেন। এতে ঝুঁকিও থাকে বিস্তর।
39
অক্ষয় কুমার বরাবরই অ্যাকশন ছবির জন্য বিখ্যাত। তিনি নিজেই অ্যাকশন হিরোর পরিচিতি তৈরি করেছিলেন। খিলারি কা খিলারি, সিং ইজ ব্লিং, রাউডি রাঠোরের মত ছবিতে অভিনয় করেছেন তিনি।
49
শাহরুখ খানও সেই তালিকাতেই পড়েন। ডর ছবি থেকে শুরু, একের পর এক শ্যুটিং-এ নিজের স্টান্ট নিজে করে আহত হয়েছেন শাহরুখ খান।
59
অজয় দেবগণের ঝুলিতে অধিকাংশই অ্যাকশন ছবি। আর প্রতিটি চরিত্রের বিশেষত্বই হল অ্যাকশন। আর তাঁর ছবির অ্যাকশন শ্যুট তিনি নিজেই করে থাকেন।
69
টাইগার শ্রফ নিজেই মার্শাল আর্ট বিশেষজ্ঞ। তাঁর ছবিতে এটাই থাকে আকর্ষণের মুলে। তাই তাঁর অ্যাকশন সিক্যুয়েন্ট তিনি নিজেই সাজিয়ে নেন।
79
হৃত্বির রোশন, প্রথম থেকেই এই বিষয় কোনও সিদ্ধান্ত না নিলেও পরবর্তীতে হৃত্বিক নিজেই স্টান্ট করতে শুরু করেন। ব্যাঙ ব্যাঙ ছবি থেকে শুরু করে ওয়ার, স্টান্ট করে নজর কাড়েন তিনি।
89
জন আব্রাহমের ক্ষেত্রেও বিষয়টা একই রকমের। স্টান্ট করতে গিয়ে পেয়েছেন ৪০ টি আঘাত। রয়েছে ৫০টির বেশি সেলাই।
99
বলিউডের আরও এক অভিনেতা বিদ্যুৎ জামাল, যিনি তাঁর স্টান্টের মধ্যে দিয়েই নিজের পরিচিতি তৈরি করেছেন।