- Home
- Entertainment
- Bollywood
- প্লাস্টিক সার্জারির জাদুতেই 'গর্জিয়াস' ঐশ্বর্য, জুটেছিল কুৎসিত-এর তকমাও, কটাক্ষের কী জবাব দিয়েছিলেন রাই
প্লাস্টিক সার্জারির জাদুতেই 'গর্জিয়াস' ঐশ্বর্য, জুটেছিল কুৎসিত-এর তকমাও, কটাক্ষের কী জবাব দিয়েছিলেন রাই
বি-টাউনে একের পর এক অভিনেতার সঙ্গে বারবার নাম জড়িয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের। অভিনয় থেকে রিলেশন সবসময়েই লাইমলাইটের শীর্ষে থেকেছেন বচ্চন বধূ। তাকে নিয়ে উন্মাদনার শেষ নেয় দর্শকমহলে। কৃত্রিম পদ্ধতিতেই নাকি নিজেকে সুন্দর করে রেখেছেন ঐশ্বর্য রাই বচ্চন। প্লাস্টিক সার্জারির সাহায্যেই নাকি তার এই সৌন্দর্য। কালো-কুৎসিতের তকমা থেকে প্লাস্টিক বলে কটাক্ষ, বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্যে বিপাকে পড়েছিলেন বলি তারকারা, নোংরা কটাক্ষের জবাবে কী বলেছিলেন ঐশ্বর্য, জানলে অবাক হবেন।

প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনও নিজের কেরিয়ার শুরু করেছিলেন তামিল ছবি দিয়ে। ১৯৯৭ সালে মনিরত্নমের ছবি 'ইরুভার'-এ তাকে প্রথম দেখা গিয়েছিল।
বলিউডে পা রাখার পর হাম দিল দে চুকে সানাম, তাল, দেবদাস, মহব্বতে, একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া। সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাদের ছবিতে কাস্ট করতে চাইছিলেন ঐশ্বর্যকে।
কেরিয়ার যখন মধ্যগগণে তখনই সলমন খানের সঙ্গে ডেটিং করছিলেন ঐশ্বর্য। তারপর তাদের বিচ্ছদের খবরে উত্তাল হয় সোশ্যাল মিডিয়ায়।
বছর ছয় আগে 'কফি উইথ করণ' -এ এসেছিলেন ঐশ্বর্য। সেবারে অতিথি হয়ে এসেছিলেন বলি অভিনেতা ইমরান হাসমি এবং পরিচালক মহেশ ভাট। আর সেই শো-তে কী কী হতে পারে এটা প্রায় সকলেরই জানা।
করণের একের পর এক সাহসী প্রশ্ন, আর সেই প্রশ্নের জবাবে সাহসীকতার সঙ্গে উত্তরও দিয়ে যাচ্ছিলেন ইমরান হাসমি।
সেই রিয়্যালিটি শো-তে করণ ইমরানকে প্রশ্ন করে ছিল অভিষেক বচ্চনের থেকে যদি কোনও জিনিস চুরি করতে বলা হয় তবে তুমি কোনটা করবে। প্রশ্নের জবাবে ইমরানের সটান উত্তর অভিষেকের স্ত্রী অর্থাৎ ঐশ্বর্য রাই বচ্চনকে।
প্রশ্নের উত্তরে বেশ খানিকটা চমকেও গিয়েছিলেন করণ জোহর। কিন্তু ইমরানের তাতে কোনও ফারাক নেই। গিফট হ্যাম্পারের নেশায় অনেক বেশি বুঁদ হয়ে গিয়েছিলেন ইমরান।
খেলা চলাকালীন একটি শব্দ করণ ইমরানকে বলেছিল। যেটি শোনামাত্রই যার নাম মাথায় আসবে বলতে হবে। শব্দটি হল 'প্লাস্টিক'।
আর 'প্লাস্টিক' শোনা মাত্রই ইমরান আবারও ঐশ্বর্যর নামই নিয়েছিল। যা পুরো শো-এর সিনারিও বদলে দিয়েছিল। মহেশ ভাট থেকে করণ সকলেই হতবাক।
গ্ল্যামার ওয়ার্ল্ডে 'প্লাস্টিক' মানে, যা নিজের হয়, কৃত্রিম পদ্ধতিতে যে নিজেকে সুন্দর করে রেখেছে। ঐশ্বর্যকে ইমরানের এই মন্তব্যে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া।
ঐশ্বর্যর ভক্তরাও এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। যদি পরে ইমরান বিষয়টির জন্য ক্ষমা চেয়ে জানিয়েছিলেন, তিনি মজা করেই এমনটা বলেছিলেন।
যদিও ঐশ্বর্যও ভীষণই রেখে গিয়েছিলেন ইমরানের এই মন্তব্যে। পরবর্তীকালে বাদশাহো ছবিতে কাজ করা কথা ছিল ঐশ্বর্য। তিনি যখন জানতে পারেন ছবিতে ইমরান রয়েছে, তিনি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।
এখানেই শেষ নয়, পরবর্তাকালেও তিনি ইমরানের সঙ্গে ছবি না করার সিদ্ধান্ত নেন। বং একটি সাক্ষাৎকারে তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তার পাওয়া কমেন্টের মধ্যে সবথেকে খারাপ কমেন্ট কোনটি। তিনি বলেছিলেন 'প্লাস্টিক'। অর্থাৎ ঐশ্বর্যর মন থেকে আজও মোছেনি ইমরানের মন্তব্যটি।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।