- Home
- Entertainment
- Bollywood
- বিছানায় শুতে যাওয়ার আগে এই অভিনেতাকে চুম্বন করতেন দীপিকা, কে সেই 'রোম্যান্টিক হিরো'
বিছানায় শুতে যাওয়ার আগে এই অভিনেতাকে চুম্বন করতেন দীপিকা, কে সেই 'রোম্যান্টিক হিরো'
- FB
- TW
- Linkdin
অনস্ক্রিন থেকে অফস্ক্রিন রসায়ন সর্বদাই নেটিজেনদের নজর কাড়ে এই জুটি । বলিউডের হটেস্ট কাপলস দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। তাদের দুষ্টু-মিষ্টি সম্পর্ক থেকে গসিপ সব কিছুই যেন লাইমলাইটে রয়েছেন।
রণবীর সিং-এর সঙ্গে বিয়ের আগে এই কিংবদন্তী অভিনেতার জন্য অপেক্ষা করে থাকতেন দীপিকা।
এমনকী বিছানায় শুতে যাওয়ার আগেও তাকে রোজ চুমু খেতেন। কে সেই ভাগ্যবান তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।
তিনি বলিউডের কেউ নন, তিনি হলেন হলিউডের হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও। টাইটানিক তারকাই ছিলেন দীপিকার ক্রাশ।
একটি সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তিনি ও তার বোন আনিশা প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে লিওনার্দোর ছবিতে চুমু খেয়ে তারপর ঘুমাতেন।
দীপিকা আরও জানিয়েছেন, তাদের শোবার ঘরে লিওনার্দোর একটি পোস্টার ছিল, সেখানেই তাকে শুভরাত্রি জানিয়ে চুম্বন করতাম আমরা দুই বোন।
তবে শুধু দীপিকাই নন, প্রচুর মহিলারই স্বপ্নের পুরুষ টাইটানিক খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।