- Home
- Entertainment
- Bollywood
- কীভাবে বুঝবেন আপনার প্রেমিক প্রতারণা করছে, সহজ উপায় বাতলালেন 'সেক্সবম্ব' নোরা
কীভাবে বুঝবেন আপনার প্রেমিক প্রতারণা করছে, সহজ উপায় বাতলালেন 'সেক্সবম্ব' নোরা
- FB
- TW
- Linkdin
বলিউডের সাকি গার্লকে নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে। তার শরীরী ভঙ্গিমায় বুদ নেটিজেনরা।
বলিউডের সাকি গার্লকে নিয়ে উত্তেজনার পারদ সবসময়েই তুঙ্গে। তার শরীরী ভঙ্গিমায় বুদ নেটিজেনরা।
করিনা কাপুরের চ্যাট শো এসেছিলেন নোরা। সেক্সি কোমরের নাচের ভঙ্গিমায় বুঁদ করিনা নিজেই একথা জানিয়েছেন নোরাকে।
কিছুদিন আগেই তৈমুরকে বিয়ে করতে চান বলে শিরোনামে উঠে এসেছেন। নোরা জানান,' তৈমুর বড় হলে তাকে বিয়ে করতে চান তিনি'। করিনা কয়েক সেকেন্ডের জন্য চুপ থাকার পর হেসে বলেন। তৈমুরের বয়স এখন ৪ বছর। এখন অনেক দিন অপেক্ষা করতে হবে। নোরা হেসে বলেন, 'ঠিক আছে, আমি অপেক্ষা করব'।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নোরার ডেটিং লাইফ এবং ব্রেক আপ সম্পর্কে প্রশ্ন করা হয়। যেখানে নোরা সটান জানান মাত্র ২১ বছর বয়সে তার প্রথম ব্রেক আপ হয়।
তবে কার সঙ্গে ডেটিং করছিলেন নোরা, তা প্রকাশ্যে জানাননি নোরা ।
তবে নোরা জানিয়েছেন কীভাবে আপনার প্রেমিক আপনার সঙ্গে প্রতারণা করছে, তার কিছু স্মার্টয় টিপসও দিয়েছেন নোরা।
মোবাইল ফোনের মধ্যেই সবকিছু রয়েছে। কেবল মোবাইল ফোনটি চেক করলেই সব পেয়ে যাবেন হাতের মুঠোয়। নোরার এই টিপস কাজে লাগিয়ে নিমেষে কাজে লাগাতে পারেন।
শেষবারের মতো 'স্ট্রিট ডান্সার ৩'-এ নোরাকে দেখা গিয়েছে। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে সকলের মন জিতে নিয়েছেন নোরা।