- Home
- Entertainment
- Bollywood
- এক ক্লিকেই ভাইরাল সঙ্গমের দৃশ্য, কোন তারকাদের নাম জড়িয়েছিল এম এম এস বিতর্কে
এক ক্লিকেই ভাইরাল সঙ্গমের দৃশ্য, কোন তারকাদের নাম জড়িয়েছিল এম এম এস বিতর্কে
- FB
- TW
- Linkdin
করিনা কাপুরঃ করিনা কাপুর ও শাহিদ কাপুর সম্পর্কে থাকাকালিন প্রকাশ্যে এসেছিল একটি ভিডিও। সেখানেই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল দুই তারকাকে। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরই মুখ খুলেছিলেন দুই তারকা, জানিয়েছিলেন এই ভিডিও তাঁদের নয়।
রিয়া সেনঃ অস্মিত প্যাটেলের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ফ্রেমবন্দি হয়েছিলেন রিয়া সেন। তাঁদের সেই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
সোনাক্ষী সিনহাঃ একবার সোনাক্ষীর এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। যদিও এই ভিডিও-তে থাকা মেয়েটি সোনাক্ষী নন, বলে দাবী অভিনেত্রীর।
প্রীতি জিন্টাঃ বাথরুমে পোশাক ছেড়ে স্নানে ব্যস্ত প্রীতির ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। তিনি পরবর্তীতে জানিয়েছিলেন, এই ভিডিও থাকা মেয়েটি তিনি নন।
রাধিকা আপটেঃ রাধিকা আপটেও একবার জড়িয়ে পড়েছিলেন এমএমএস বিতর্কে। একটি শর্ট ফিল্মের শ্যুটিং-এর দৃশ্য ছড়িয়ে পড়েছিল নেট-পাড়ায়।
সোহা আলি খানঃ এক পার্লারে সোহা আলি খান পোশাক ছাড়াই ক্যামেরা বন্দি হয়ছিলেন, সেই ভিডিও ছড়িয়ে পড়েছিলেন নেট দুনিয়ায়। যদিও তা নিয়ে প্রকাশ্যে কিছুই বলেননি সোহা আলি খান।
মল্লিকা শেরাওয়াতঃ বলিউডে মল্লিকা শেরাওয়াত মানেই হট ও বোল্ড সিন। সেই তারকারই একবার এক বিদেশীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। যদিও এই নিয়ে কিছুই জানাননি তারকা।
শার্লিন চোপড়াঃ বোল্ড ডিভা শার্লিনের একাধিকবার ভিডিও ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।