বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বাবা হওয়া, ৪৫ বছরের কোটা পেরিয়েও সন্তান নিয়েছেন বলিউডে যে সেলেবরা
First Published Feb 22, 2021, 12:02 PM IST
বলিউড সেলেব মানেই বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া। যাঁদের চোখে দেখলে ও ফিটনেসে নজর দিলে বোঝাই যায় ফিট টু ফাইনের আসল সংজ্ঞাটা কি। তাই পরিবার পরিকল্পনাতেও রিস্ক নিতে পিছু পা হন না তাঁরা। কেরিয়া তৈরি করতে করতেই কেটে যায় বেশ কিছু বছর। এরপর নিজের জীবন গোছাতেই সময় লেগে যায়, তবুও থাকনে নারাজ তারা। বয়সকে বুড়ো আঙুল দেখিয়েই পরিবার পরিকল্পনা করে সাহসী কতার পরিচয় দিয়েছেন যে সেলেবরা...

শাহরুখ খান- ৪৮ বছর বয়সে তিনি আব্রামের বাবা হয়েছিলেন। তৃতীয় সন্তানকে স্বাগত জানায় খান পরিবার।

সইফ আলি খান- মোটট চার সন্তানের পিতা তিনি। ৪৬ বছর বয়সে তিনি তৈমুরের জন্ম দেন, ৫০ বছর বয়সে এসে তাঁর ও করিনার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেন।

আমির খান- ৪৫ বছর বয়সে আমির খান বাবা হন সারোগেসির মাধ্যমে। ২০১১ সালে জন্ম হয় তৃতীয় সন্তানের।

ধর্মেন্দ্র- ৪৬ বছর বয়সে প্রথম বাবা হয়েছিলেন ধর্মেন্দ্র। ৫০ বছর বয়সে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।

সঞ্জয় দত্ত- প্রথম বাবা হয়েছিলেন এই তারকা ১৯৮৮ সালে। তবে তৃতীয় পক্ষের বিয়েতে যখন তিনি দুই সন্তান নেন, তখন বয়স ৫১ বছর।

প্রকাশ রাজ- এই অভিনেতা আবারও বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০১০ সালে। তাঁর পুত্র ভেদান্তের জন দেন তিনি ৫০ বছর বয়সে।

অর্জুন রামপাল- ৪৬ বছর বয়সে এসে বাবা হন অর্জুন রামপাল। তাঁর প্রেমিকা গাব্রেলিয়া জন্মদেন সুপারস্টারের সন্তানকে।

অক্ষয় কুমার- বিয়ের দশ বছরের মাথায় সন্তান নিয়েছিলেন অক্ষয় কুমার। ৪৬ বছর বয়সে এসে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?