'বিয়ে তো হলো, বেবি কবে হবে', এই প্রশ্নের মুখে জেরবার যে বলিতারকারা
- FB
- TW
- Linkdin
প্রিয়ঙ্কা চোপড়া- প্রিয়ঙ্কা ও নিক জোনাসের বিয়েটাই সব থেকে বড় খবর হয়ে উঠেছিল। এরপরই ওঠে প্রশ্ন, নিক আর প্রিয়ঙ্কা কি বয়সের ব্যবধানের জন্যই সন্তান নেবে না! যদিও তা নিয়ে মুখ খোলেননি প্রিয়ঙ্কা।
সোনাম কাপুর- ২০১৮ সালে বিয়ে করেছেন তিনি আনন্দ আহুজাকে। তবে থেকেই এখনও পর্যন্ত কেরিয়ার নিয়ে ব্যস্ত। সন্তান নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি এই জুটি।
বিপাশা বসু- বিপাশা বসু ও করণ সিং গ্রোভারের মধ্যে থাকা সম্পর্কের বুনিয়াদ বেশ মজবুত। তবে এখনও পর্যন্ত এই জুটি সন্তান নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
উর্মিলা মাতুন্ডকর- ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন উর্মিলা। তবে সন্তান নিয়ে কোনও পরিবার পরিকল্পনা করেননি।
প্রীতি জিন্টা- ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেছে প্রীতি। এরপর কেটে গিয়েছে ৪ বছর। তবে এখনও সন্তান নেননি প্রীতি জিন্টা।
বিদ্যা বালান -সিদ্ধান্তের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ২০১২ সালে। কেরিয়ারে সফল এই অভিনেত্রী ঝড় তুলেছেন একের পর এক সুপার হিট ছবির মধ্যে দিয়ে। তবে সন্তান নিয়ে কোনও সিদ্ধান্তই নেননি তাঁরা।
জন আব্রাহম- প্রিয়া রঞ্ছলের সঙ্গে বিয়ে হয়েছে ৬ বছর হয়ে গেল। কিন্তু কোথাও গিয়ে যেন আজও এই জুটি সন্তান নিয়ে কোনএ সিদ্ধান্ত নিতে নারাজ।