- Home
- Entertainment
- Bollywood
- বুকচেরা পোশাকে হট 'Cleavage', বাথরুমে সেলফি তুলতে গিয়ে কী দেখালেন আলিয়া, লাস্যময়ীর ছবি Viral
বুকচেরা পোশাকে হট 'Cleavage', বাথরুমে সেলফি তুলতে গিয়ে কী দেখালেন আলিয়া, লাস্যময়ীর ছবি Viral
- FB
- TW
- Linkdin
কিছু না কিছু করেই সর্বদাই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে থাকেন বলি অভিনেত্রী আলিয়া ভাট। এবারও নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেখা গেল অভিনেত্রীকে।
নো মেক আপ লুকেই যেমন তেমন সেলফি নয়, বাথরুম সেলফিতে মজে লাস্যময়ী আলিয়া। বাথরুম সেলফিতে বিভিন্ন লুকে ভক্তদের পাগল করেছেন কাপুর পরিবারের হবি বউমা।
সময় পেলেই নিজের বিভিন্ন লুকের ছবি দিয়ে থাকেন আলিয়া ভাট। সম্প্রতি নিজের ইনস্টা-কে তিনটি বাথরুমের সেলফি পোস্ট করেছেন আলিয়া।
প্রতিটি ছবিতেই আলাদা আলাদা পোশাকে নজর কেড়েছেন আলিয়া ভাট। শুধু তাই নয়, ছবি তিনটির মধ্যে পার্থক্যও জানাতে বলেন ভক্তদের।
প্রথম ছবিতে হলুদ পোশাক, দ্বিতীয় ছবিতে ফ্লোরাল প্রিন্টের ঢিলেঢালা আউটফিট এবং তৃতীয় ছবিতে অফ হোয়াইট রঙের পোশাক পরতে দেখা গেছে অভিনেত্রীকে।
অভিনেত্রীর সেলফি দেখেই পার্থক্য খুঁজছেন ভক্তরা। বহু অনুরাগীরাই হার্ট ইমোজি দিয়ে ভালবাসা উজার করে দিয়েছেন। অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট প্রশংসা কুড়িয়েছে।
কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর। তিনি সেরে উঠতে না উঠতেই কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন আলিয়া ভাট।
করোনা নেগেটিভ হতেই বিমানবন্দরে দেখা গিয়েছিল লাভবার্ডসকে। কোয়ালিটি টাইম কাটাতে মলদ্বীপে উড়ে গেছিলেন রণবীর-আলিয়া। বিমানবন্দরের ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে।