নেপোটিজমের তকমা নয়, এই তারকারা বহিরাগত হয়েই দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডে
- FB
- TW
- Linkdin
শাহরুখ খান— বাবার নাম ছিল মীর তাজ মহম্মদ খান। পেশওয়ার থেকে তিনি স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। ১৯৪৮ সালে পাকাপাকি ভাবে ভারতে চলে আসা। মা ছিলেন হায়দরাবাদের বাসিন্দা। দুজনেরই বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন না।
আয়ুষ্মান খুরানা— বাবা, পি খুরানা ছিলেন জ্যোতিষ-শাস্ত্রবিদ। এই বিষযে তাঁর লেখা বেশ কিছু বইও রয়েছে। মা, অনিতা ছিলেন গৃহবধূ।
প্রীতি জিন্টা— ভারতীয় সেনায় ছিলেন প্রীতির বাবা দুর্গানন্দ জিন্টা। প্রীতি মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারায়। মা নীলপ্রভা একাই বড় করে তোলেন মেয়ে প্রীতিকে।
অক্ষয় কুমারঃ অক্কির বাবা সামরিক বাহিনীতে ছিলেন। তাঁর মায়ের নাম আরুনা ভাটিয়া। অক্কির চোখে ছিল সাধারণ জীবন যাপনের স্বপ্নই, অনবদ্য স্টান্টই ভাগ্য খোলে অক্কির।
কঙ্গনা রানাওয়াতঃ হিমাচলের মেয়ে কঙ্গনা, মা আশা রানাওয়াত একজন স্কুল শিক্ষিকা এবং তার বাবা অমরদ্বীপ রানাওয়াত একজন ব্যবসায়ী।
প্রিয়ঙ্কা চোপড়া— অশোক চোপড়া ও তাঁর স্ত্রী মধু চোপড়া, দু’জনেই চিকিৎসক হিসেবে ভারতীয় সেনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের মেয়ে বর্তমানে হলি-বলির হার্টথ্রোব।
তাপসী পান্নু— মধ্যবিত্ত পরিবার থেকে আসা এই অভিনেত্রীর বাবা দিলমোহন সিংহ পান্নু পেশায় একজন ব্যবসায়ী। মা, নির্মলজিৎ পান্নু গৃহবধূ।
দীপিকা পাডুকোন— বাবা প্রকাশ পাডুকোন, তিনি ছিলেন বিশ্বের অন্যতম ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন। মা, উজ্জ্বলা পাডুকোন, তিনি সংসার ও মেয়েদের প্রতিই নজর দিয়েছিলেন।
কার্তিক আরিয়ান— নতুন প্রজন্মের কাছে এই স্টার এখন এক কথায় হিট। তাঁর মা-বাবা দু’দনেই চিকিৎসক। বাবা মনীশ তেওয়ারি শিশুরোগ বিশেষজ্ঞ। মা, মালা তেওয়ারি স্ত্রীরোগ বিশেষজ্ঞ।
দিশা পটানি— বাবার নাম জগদীশ সিংহ পটানি। উত্তর প্রদেশ পুলিশর ডিএসপি তিনি। দিশার মা ছিলেন গৃহবধূ।
ঐশ্বর্য রাই বচ্চন— বলিউডের বচ্চন পরিবারের পুত্রবধূ হলেও, তাঁর নিজের মা-বাবা এই জগৎ থেকে একেবারেই দূরে। বাবা কৃষ্ণরাজ রাই ভারতীয় সেনার বায়োলজিস্ট। মা বৃন্দা রাই ছিলেন গৃহবধূ।