কখনও পরিস্থিতির কবলে পড়ে, কখনও অপরাধের দায়, হাজত বাস হয়েছিল যে তারকাদের
- FB
- TW
- Linkdin
সলমন খানঃ হিট এন্ড রান কেসে জড়িয়ে ছিলেন সলমন খান। পাশাপাশি কৃষ্ণসার হরিণ মারার ঘটনাতেও তাঁকে জেলে হয়। তবে মেয়াদ ছিল না বেশিদিন।
সলমন খানের পাঁচ বছরের জেল হয়েছিল। কিন্তু তিনি তিন দিনের পরই জেল থেকে ছাড়া পেয়ে যান। এরপর আবারও তাঁকে জেলে যেলে যাওয়ার কথা বলা হয়, কিন্তু সেবারও তিনি একদিনের মাথায় বেল পেয়েছিলেন।
সঞ্জয় দত্তঃ সঞ্জয় দত্তের সঙ্গে নাম জড়িয়ে ছিল আতঙ্কবাদীর সঙ্গে। মুম্বই ব্লাস্টের সঙ্গে জড়িয়েছি তাঁর নাম।
এরপরই তিনি আবেদন জানিয়ে ছিলেন তিনি মাত্র একটা বন্ধুক রেখেছিলেন তাঁর বাবার সুরক্ষার জন্য। আঠেরো মাস তাঁকে জেলেই কাটাতে হয়েছিল।
জন আব্রাহমঃ বাইক চালাতে ভিষণ পছন্দ করতেন তিনি। বাইক নিয়ে রাতে খুব জোরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দুই সাইকেল আরোহির সঙ্গে ধাক্কা লাগে।
জন পরিস্থিতি থেকে পালিয়ে না গিয়ে তাঁদের হাসপাতালে নিয়ে যান। এরপর পুলিশের কাছে আত্মাসমর্পণ করেছিলেন তিনি। এতে ১৫ দিনের জেল হয় তাঁর।
সাইনি আহুজাঃ সাইনি আহুজাকে জেলের ঘানি টানতে হয়েছিল ধর্ষণের কেস ফাইল হওয়ায়। তাঁর বিরুদ্ধে উঠেছিল ধর্ষণের কেস। এরপরই তাঁকে তিন মাসের জন্য জেলে থাকতে হয়।
ফরদিন খানঃ ফরদিন খানকে গ্রেফতার করা হয়েছিল ২০০১ সালে। ড্রাগের কেসে জড়িয়ে পড়েছিলেন এই অভিনেতা। তাঁর কাছে পাওয়া গিয়েছিল ৯ গ্রাম কোকেন। পাঁচ দিনের জন্য তিনি জেলে ছিলেন। এরপর তিনি বেল পেয়েছিলেন। এই কেস চলেছিল ১১ বছর ধরে।
রাজপাল যাদবঃ হাসির জগতে তিনি সেরা হলেও জেলে তাঁকেও যেতে হয়েছিল। রাজপাল যাদব একটা ছবি বানিয়েছিলেন, আতা পাতা লাপাতা।
এই ছবি তৈরির জন্য রাজপাল পাঁচ কোটি টাকা এক ব্যবসায়ীর থেকে নিয়েছিলেন। সেই টাকা সময় মত ফেরাতে না পেড়ে জেলে যেতে হয়েছিল তাঁকে।