- Home
- Entertainment
- Bollywood
- মেয়াদ বাড়ল জেলের, আরও ৬ দিন থাকতে হবে বদ্ধ কুটুরিতে, বম্বে হাই কোর্টে জামিনের শুনানি ২৬ অক্টোবর
মেয়াদ বাড়ল জেলের, আরও ৬ দিন থাকতে হবে বদ্ধ কুটুরিতে, বম্বে হাই কোর্টে জামিনের শুনানি ২৬ অক্টোবর
- FB
- TW
- Linkdin
শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন গতকাল ফের খারিজ করে দেয় আদালত। গত সপ্তাহেও টানা পিছিয়ে গিয়েছে আরিয়ানের জামিনের শুনানি।
আর্থার রোড জেলই এখন নয়া ঠিকানা বলিউডের বাদশা শাহরুখ পুত্র আরিয়ান খানের। শাহরুখ পুত্র আরিয়ানের জামিনের আবেদন গতকাল ফের খারিজ করে দেয় আদালত।
এবার বৃহস্পতিবার আরিয়ানের জামিনের শুনানির দিন ঘোষণা করল বম্বে হাই কোর্ট। জানা গিয়েছে, আগামী ২৬ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার আরিয়ানের জামিনের শুনানি হবে বম্বে হাই কোর্টে।
বুধবার স্পেশ্যাল এনডিপিএস কোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার হাই কোর্টের দ্বারস্থ হন শাহরুখ-পুত্র আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে।
আরিয়ানের আইনজীবী সতীশ মানশিন্ডে বম্বে হাইকোর্টের বিচারপতি নীতিশ সাম্বরের সিঙ্গল বেঞ্চের কাছে আবেদন করেছিলেন। তারপরেই ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য করেছে বম্বে হাই কোর্ট।
আগামী ২৫ অক্টোবর জবাব দিতে বলা হয়েছে এনসিবি-কে। এনসিবি-র তরফে অনিল সিং জানিয়েছেন, আরিয়ানের জামিনের কোনও কপি এখনও হাতে পাননি তাঁরা। যার উত্তরে মানশিন্ডের দাবি সফট কপি ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং হার্ড কপি আজই পৌঁছে দেওয়া হবে।
আরিয়ান খান সহ বাকি আসামিদের কারাগারের প্রথম তলার ১ নম্বর ব্যারাকে রাখা হয়েছে। কারাগারের বাকি আসামিদের মতোই থাকতে হবে আরিয়ানদের। প্রতিদিনই চলছে দফায় দফায় জেরা।
সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, বলিউডের এক উঠতি নায়িকার সঙ্গে মাদক নিয়ে হোয়াটসঅ্যাপে কথা হতো আরিয়ানের। এবার সেই চ্যাটের ডিটেলসও আদালতের হাতে তুলে দেওয়া হয়েছে।
প্রমোদতরীর ক্রুজ পার্টির শুরুতেই প্রথম থেকেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর নজর দিয়েছিল এনসিবি। এবং সেখানেই দাবি করা হয়েছে, মাদক নিয়ে অনেকের সঙ্গেই কথা হতো আরিয়ানের।
প্রমোদতরীর ক্রুজ পার্টির শুরুতেই প্রথম থেকেই আরিয়ানের হোয়াটসঅ্যাপ চ্যাটের উপর নজর দিয়েছিল এনসিবি। এবং সেখানেই দাবি করা হয়েছে, মাদক নিয়ে অনেকের সঙ্গেই কথা হতো আরিয়ানের।