বিয়ের পিঁড়িতে তাক লাগিয়ে ছিলেন বলিউডের যে তারকারা, রইল সেরার সেরা ছবি
বলিউড তারকাদের লুক নিয়ে একাধিক প্রশ্ন থেকে যায় ভক্তের মনে। সকলের নজর থাকে কোনের লুকে কেমন দেখতে লাগবে তাঁদের। বেশ কিছু প্রকাশ্যে আসে। কিছু ছবি আবার গোপনই থেকে যায়। তেমনই দশ বলিউড তারকার বিয়ের ছবি রইল।
110

কনের লুকে দীপিকা পাড়ুকোন। সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী তাঁর হট লুকে।
210
সোনাম কাপুরের বিয়ের ছবি। বলিউডের অন্যতম বিলাস বহুল বিয়ে ছিল সোনামের।
310
অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির বিয়ের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
410
বিপাশা বসুর বিয়ের ছবি। বাঙালি লুকেই অভিনেত্রী নজর কেড়েছিলেন।
510
ঐশ্বর্য রাই বচ্চনের বিয়ের ছবি। অভিষেকের সঙ্গে তাঁর বিয়ে এক কথায় বলিউডের ইতিবাস।
610
করিনা কাপুর খানের বিয়ের ছবি। সইফ আলি খানের সঙ্গে তাঁর বিয়ে ঘিরে একাধিক জল্পনা হলেও তা সফল।
710
শিল্পা শেট্টির বিয়ের ছবি। সম্প্রতি এই ছবি শেয়ার করেছিলেন শিল্পা।
810
কাজলের বিয়ের ছবি। অজয়ের সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়েছিলেন, সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল।
910
রবিনা টন্ডনের বিয়ের ছবি। ল্যাহেঙ্গাতে এদিন অভিনেত্রীকে দারুণ মানিয়ে ছিল।
1010
করিশ্মা কাপুরের বিয়ের ছবি। করিশ্মার সঙ্গে পোজ দিয়েছিলেন করিনাও।
Latest Videos