- Home
- Entertainment
- Bollywood
- আবারও কোয়ারেন্টাইনের কোপ, সুশান্ত তদন্তে সিবিআই মুম্বইতে গেলেও মানতে হবে এই শর্ত
আবারও কোয়ারেন্টাইনের কোপ, সুশান্ত তদন্তে সিবিআই মুম্বইতে গেলেও মানতে হবে এই শর্ত
সুশান্ত সিং রাজপুতের কেসে একাধিক নয়া মো়ড়। মৃত্যুর দুই মাস ও চার দিন পর বড় জয়। অবশেষে সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সত্য সামন আসুক এই দাবি করে শত শত পোস্টে ভরে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পাতা। এবার সেই আর্জি মানল সুপ্রিম কোর্ট। তবে বৃহন মুম্বই পুরসভা নিজের নীতিতে অনঢ়।
- FB
- TW
- Linkdin
বুধবার সকালেই সুপ্রিম কোর্টের রায় এলো সামনে। এবার সিবিআই নিক তদন্তের ভার, এমনটাই সাফ জানিয়ে দেওয়া হল।
সত্যের জয়, মুহূর্তে নেট দুনিয়ায় একাধিক পোস্টে ভরতে থাকে। শীঘ্রই মাঠে নামছে সিবিআই। বেশকিছু বিষয় ক্ষতিয়ে দেখার কথাও জানানো হয়েছে তাদের তরফ থেকে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত ঘিরে একাধিক প্রশ্ন উঠে এসেছে। প্রশ্ন উঠেছে পুলিশের ভুমিকা নিয়েও। তাই নিরপেক্ষ বিচারের জন্যই সিবিআই।
এবার নির্বাচিত বিশেষ টিম তড়িঘড়ি পৌঁচ্ছে যাবে মুম্বইতে। তাই আগে ভাগেই সাফ কথা জানিয়ে দিল বিএমসি।
মুম্বইতে তদন্তে গেলে মানতে হবে কোভিড গাইডলাইন। আর সেই মতই অফিসারদের থাকতে হবে কোয়ারেন্টাইনে। জানাল বৃহন মুম্বই পুরসভা।
যদি তাঁরা সাত দিনের মধ্যে তদন্তে সেরে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি দেন,তবে ছঠিক আছে, সেক্ষেত্রে মিলবে ছাড়। তবে থাকতে হবে ফেরার টিকিট।
যদি সাত দিনের বেশি লাগে তবে এই অফিসারদেরও ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে হবে বলে জানানো হয় বৃহন মুম্বই পুরসভার পক্ষ থেকে। ঠিক কয়েকদিন আগেই বিহারের পুলিশ অফিসারকেও একই পরিস্থিতির সন্মুখীন হতে হয়।
যদিও এই নিয়ে হাজারও জল ঘোলা হয়, প্রশ্ন ওঠে বিএমসি-র ভুমিকা নিয়েও। কিন্তু তারা নিজের সিদ্ধান্তে অনঢ়। তাই এবার আগে ভাগে জানিয়ে দেওয়া হল কোয়ারেন্টাইনের কথা।