- Home
- Entertainment
- Bollywood
- ২৩ বার গভীর চুম্বনে মত্ত হয়েছেন রণবীর, দীপিকার প্রতিক্রিয়া দেখে অবাক নেটিজেনরা
২৩ বার গভীর চুম্বনে মত্ত হয়েছেন রণবীর, দীপিকার প্রতিক্রিয়া দেখে অবাক নেটিজেনরা
বলিউডের হট কাপলস-এর কথা বললেই সবার আগে মনে আসে 'দীপবীর'-র নাম। তাদের সম্পর্ক থেকে, স্বপ্নের বিয়ে এই নিয়ে বিভোর ছিলেন ভক্তরা। কিছু না কিছু করেই ,সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে সর্বদাই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। লকডাউনের মধ্যে একের পর এক ছবি, ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে এই লাভবার্ডস। সম্প্রতি এমন একটি প্রতিবেদন ভাইরাল হয়েছে যেখান রণবীরকে নিয়ে চক্ষু চড়কগাছ হয়েছে দীপিকার। একবার নয়, ২৩ বার চুম্বনে মত্ত হয়েছিলেন রণবীর। তারপরই স্ত্রী দীপিকার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। দেখে নিন।

বলিউডের অন্যতম পাওয়ার হাউস রণবীর সিং সর্বদাই নেটিজেনদের নজরে থাকেন। সম্প্রতি আবারও তিনি ভাইরাল হয়েছেন।
সালটা ২০১৬। আদিত্য চোপড়া পরিচালিত 'বেফিকরে' ছবিতে বলি অভিনেত্রী বনি কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর।
ছবিতে এক বা দুটো নয়, ২৩ টা চুম্বনের দৃশ্য ছিল। আর সেই সময়েই দীপিকার সঙ্গে ডেটিং করছিলেন রণবীর।
একটি অনুষ্ঠানে গিয়ে দীপিকাকে চুম্বন দৃশ্য নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তার প্রতিক্রিয়া দেখেই সকলে হতবাক হয়ে গিয়েছিলেন।
দীপিকা জানিয়েছিলেন, ছবির ক্রিপ্টটের চাহিদা থাকলে সব অভিনেতাকেই এইটা করতে হবে।
তিনি আরও বলেছিলেন, যে ছবিতে রণবীরের চুম্বন দৃশ্য নিয়ে তার কোনও সমস্যা নেই । কারণ তিনি নিজেও অনেকবার চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন।
তবে ছবিতে বানী কাপুরের বিপরীতে রণবীরের একাধিত চুম্বন ও রোম্যান্সে পরিপূর্ণ ছিল।
হাজারে উষ্ণতা মোড়া থাকলেও ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করতে পারেনি। এবং সমালোচকদেরও মনে ধরেনি।
লকডাউনে তারকাদের খুটিনাটি খবরেই মেতেছে নেট-দুনিয়া। অধিকাংশ সময়ই মানুষ এখন কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়ার পাতায়, আর কড়া নজরে তারকাদের সব আপডেট।
কিছু না কিছু করেই ,সোশ্যাল মিডিয়ায় লাইমলাইটে সর্বদাই রয়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। লকডাউনের মধ্যে একের পর এক ছবি, ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে এই লাভবার্ডস।