- Home
- Entertainment
- Bollywood
- ফাঁস হল হৃত্বিক-দীপিকার Secret, জনসমক্ষে কী লুকোচ্ছেন দুই তারকা, টুইট ঘিরে জল্পনা
ফাঁস হল হৃত্বিক-দীপিকার Secret, জনসমক্ষে কী লুকোচ্ছেন দুই তারকা, টুইট ঘিরে জল্পনা
- FB
- TW
- Linkdin
সোশ্যাল মিডিয়ায় জনসমক্ষে নিজেদের সিক্রেট ফাঁস করে দেওয়ার চেষ্টা করছেন দীপিকা এবং হৃত্বিক।
দীপিকার জন্মদিন থেকেই শুরু হয়েছে এই কথোপকথন। যা টুইটারের দেওয়ালে ঘুরে ফিরে আসছে।
নেটদুনিয়ায় একে অপরকে জন্মজিনের শুভেচ্ছা জানানো বহুদিনের ট্রেন্ড। দীপিকাকেও শুভেচ্ছা জানিয়েছিলেন হৃত্বিক।
সেই শুভেচ্ছার জবাবে দীপিকা লিখেছিলেন, "ধন্যবাদ। এবার সময় এসেছে আরও এক বড় সেলিব্রেশনের।"
সেই টুইটের তিন দিন পর আবার দীপিকা লেখেন, "একটা সেলিব্রেশন নাকি দুটো।"
এর উত্তরে হৃত্বিক একটি ঠোঁটে আঙুল দেওয়ার ইমোটিন পোস্ট করেছেন। এই টুইটগুলি ঘিরেই চলছে নানা জল্পনা।
কী এমন সিক্রেট ফাঁশ হতে চলেছে তাঁদের। আসল বিষয়টি খানিক আন্দাজ করতে পেরেছে কিছু সংখ্যক ভক্তরা।
তাঁরা আগামীদিনে একই ছবিতে কাজ করতে চলেছেন। নায়ক নায়িকার রূপে দেখা যাবে দীপিকা ও হৃত্বিককে।
অবশেষে বিনোদনপ্রেমীদের ইচ্ছেপূরণ হতে চলেছে। তবে ছবির নাম ঘোষণার আগেই এই টুইটের মাধ্যমে ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছেন তাঁরা।