NCB- জেরার মুখে দীপিকা-রাকুল, বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে নামলেন দুই তারকা, হাজির রণবীর

First Published 24, Sep 2020, 10:58 PM

বৃহস্পতিবার রাতেই মুম্বাই বিমানবন্দরে তারকা ঢল। সম্প্রতি উঠে আসা ড্রাগ মামলায় ভাইরাল একাধিক সেলিব্রেটির নাম। যার মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন ও রকুল প্রীত।

<p>রাত পোহালেই এন সি বি-র দফতরের হাজির হতে হবে রকুল প্রীত কে। সপ্তাহের শুরু থেকেই মাদক কেসে উঠে আসে একাধিক বলিউড অভিনেত্রীর নাম।</p>

রাত পোহালেই এন সি বি-র দফতরের হাজির হতে হবে রকুল প্রীত কে। সপ্তাহের শুরু থেকেই মাদক কেসে উঠে আসে একাধিক বলিউড অভিনেত্রীর নাম।

<p>সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ জানা যায় রকুল ও দীপিকার ও নাম। সামনে উঠে আসে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ।</p>

সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ জানা যায় রকুল ও দীপিকার ও নাম। সামনে উঠে আসে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ।

<p>যা ঘিরে সৃষ্টি হয় জল্পনা। তারকাদের অন্দরমহলের একাধিক কথোপকথন হয়ে ওঠে ফাঁস। কোপের মুখে পড়তে হয় সকলকেই।&nbsp;</p>

যা ঘিরে সৃষ্টি হয় জল্পনা। তারকাদের অন্দরমহলের একাধিক কথোপকথন হয়ে ওঠে ফাঁস। কোপের মুখে পড়তে হয় সকলকেই। 

<p>এরপর সমন পেয়েছিলেন রাকুল প্রীত সিং। মাদক যোগে উঠে আসা তার নাম বর্তমানে খবরের শিরোনামে।</p>

এরপর সমন পেয়েছিলেন রাকুল প্রীত সিং। মাদক যোগে উঠে আসা তার নাম বর্তমানে খবরের শিরোনামে।

<p>শুক্রবার সকালেই জেরা করা হবে রকুল কে। এন সি বি দপ্তরে হাজিরা দেওয়ার জন্যই তড়িঘড়ি মুম্বাইতে হাজির হলেন রাকুল।</p>

শুক্রবার সকালেই জেরা করা হবে রকুল কে। এন সি বি দপ্তরে হাজিরা দেওয়ার জন্যই তড়িঘড়ি মুম্বাইতে হাজির হলেন রাকুল।

<p>একইভাবে সমন ভাইরাল দীপিকা পাড়ুকোন। তিনিও বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে পৌছলেন।&nbsp;</p>

একইভাবে সমন ভাইরাল দীপিকা পাড়ুকোন। তিনিও বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে পৌছলেন। 

<p>দীপিকার সঙ্গে এদিন হাজির হলেন রণবীর সিং। দুই তারকাই ফ্রেমবন্দি। শনিবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে দীপিকাকে।&nbsp;</p>

দীপিকার সঙ্গে এদিন হাজির হলেন রণবীর সিং। দুই তারকাই ফ্রেমবন্দি। শনিবার এনসিবি দপ্তরে হাজিরা দিতে হবে দীপিকাকে। 

<p>মাদকের সঙ্গে তাঁর কী যোগ তা খোলসা করতে তৎপর এনসিবি। কেন একাধিক চ্যাট জুড়ে রয়েছে রহস্যময় ডি-এর উল্লেখ, তাও ক্ষতিয়ে দেখা হবে।&nbsp;</p>

মাদকের সঙ্গে তাঁর কী যোগ তা খোলসা করতে তৎপর এনসিবি। কেন একাধিক চ্যাট জুড়ে রয়েছে রহস্যময় ডি-এর উল্লেখ, তাও ক্ষতিয়ে দেখা হবে। 

loader