NCB-র জেরায় তিনবার কান্নায় ভেঙে পড়েন দীপিকা, 'ইমোশনাল কার্ড' খেলে লাভ নেই, জানাল কর্মকর্তরা

First Published 27, Sep 2020, 4:43 PM

দীপিকা পাডুকোনের পর শ্রদ্ধা কাপুর, সারা আলি খান, একে একে প্রবেশ করেছিলেন এনসিবি-র দফতরে। চলছে জেরা, জিজ্ঞাসাবাদ। মাদকচক্রে তাঁরা আদপে জড়িত কি না সেই নিয়েই তদন্ত চালাচ্ছে নার্কোটিকস কন্ট্রোল বিউরিও। মুম্বইয়ের বিভিন্ন জায়গায় এনসিবি জোর কদমে চালাচ্ছে তাদের তদন্ত। রিয়া চক্রবর্তীর জেল হওয়ার পর এবার একে একে উঠে আসছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম। দীপিকা, শ্রদ্ধা, সারা আলি খান, রাকুল প্রীত সিং। এনসিবি-র দফতরে সম্প্রতি গিয়ে পৌঁছেছিলেন দীপিকা। মিডিয়ার চোখে ধুলো দিয়ে দশ মিনিট আগেই এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছিলেন তিনি। 

<p><br />
প্রায় ছয় ঘন্টা ধরে চলেছে জেরা। জেরায় বিভিন্ন প্রশ্ন করা হলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। &nbsp;</p>


প্রায় ছয় ঘন্টা ধরে চলেছে জেরা। জেরায় বিভিন্ন প্রশ্ন করা হলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।  

<p>সংবাদমাধ্যমের নজর দীপিকার দিকে ঘুরতেই নেটদুনিয়ায় উঠে আসছে নানা কথা।&nbsp;</p>

সংবাদমাধ্যমের নজর দীপিকার দিকে ঘুরতেই নেটদুনিয়ায় উঠে আসছে নানা কথা। 

<p>প্রায় ছয় ঘন্টার জেরার পর দীপিকাকে এনসিবি দফতর থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ।&nbsp;</p>

প্রায় ছয় ঘন্টার জেরার পর দীপিকাকে এনসিবি দফতর থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ। 

<p>ছয় ঘন্টার জেরাতে কী হল বা কী কী তথ্য বেরল সেই নিয়ে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে।&nbsp;</p>

ছয় ঘন্টার জেরাতে কী হল বা কী কী তথ্য বেরল সেই নিয়ে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে। 

<p>জানা যাচ্ছে, নানা রকম প্রশ্ন করতে কান্নায় ভেঙে পড়েছিলেন দীপিকা। কেবল একবারই নয়, তিনবার কেঁদে ফেলেছিলেন।&nbsp;</p>

জানা যাচ্ছে, নানা রকম প্রশ্ন করতে কান্নায় ভেঙে পড়েছিলেন দীপিকা। কেবল একবারই নয়, তিনবার কেঁদে ফেলেছিলেন। 

<p>তবে কি ভয় পেয়েছিলেন অভিনেত্রী নাকি মাদকচক্রে তাঁর নাম উঠে আসায় লজ্জায় ভেঙে পড়েছিলেন দীপিকা।</p>

তবে কি ভয় পেয়েছিলেন অভিনেত্রী নাকি মাদকচক্রে তাঁর নাম উঠে আসায় লজ্জায় ভেঙে পড়েছিলেন দীপিকা।

<p>যদিও তাঁর চোখের জলে গলেনি এনসিবি কর্মকর্তাদের মন। বরং তাঁরা একরকম দীপিকাকে কড়া জবাব দিয়েছেন।&nbsp;</p>

যদিও তাঁর চোখের জলে গলেনি এনসিবি কর্মকর্তাদের মন। বরং তাঁরা একরকম দীপিকাকে কড়া জবাব দিয়েছেন। 

<p>এই 'ইমোশনাল কার্ড' খেলে কোনও লাভ হবে না। বরং তাঁরা সত্যিকে খুঁজে বের করতে তাঁরা যেকোনও বাধা অতিক্রম করবেন।&nbsp;</p>

এই 'ইমোশনাল কার্ড' খেলে কোনও লাভ হবে না। বরং তাঁরা সত্যিকে খুঁজে বের করতে তাঁরা যেকোনও বাধা অতিক্রম করবেন। 

<p>অ্যাংজাইটি ইস্যুর বিষয় জানিয়ে দীপিকার অনুরোধ ছিল এনিসি-র জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে রণবীর সিং থাকুক।&nbsp;&nbsp;</p>

অ্যাংজাইটি ইস্যুর বিষয় জানিয়ে দীপিকার অনুরোধ ছিল এনিসি-র জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে রণবীর সিং থাকুক।  

<p>সেই আবেদন খারিজ হতেই দীপিকাকে একাই যেতে হয় নার্কোটিকস কন্ট্রোল বিউরিও-র দফতরে।&nbsp;</p>

সেই আবেদন খারিজ হতেই দীপিকাকে একাই যেতে হয় নার্কোটিকস কন্ট্রোল বিউরিও-র দফতরে। 

loader