JNU-র মিছিলে উপস্থিত থাকতে ৫ কোটি, ধর্ষণের হুমকিতে ভরে গিয়েছিল দীপিকার জীবন
First Published Jan 5, 2021, 9:22 PM IST
দীপিকা পাডুকোনের জন্মদিনে তাঁর বিতর্কগুলি বারে বারে উঠে আসে। পদ্মাবত, গোলিয়োঁ কি রাসলীলা রামলীলা, বক্ষবিভাজিকা, দম মার দম গানের বিতর্ক সবই নিয়ে দীপিকার নাম সর্বদা থেকেছে সংবাদ শিরোনামে। এরই মধ্যে অন্যতম বিতর্ক ছিল জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের বিতর্ক। যেখানে দীপিকার নীরব উপস্থিতি চোখ কপালে তুলেছিল দেশবাসীর। সরকারের বিরুদ্ধে মুখ না খুলেও বিরোধিতা করেছিলেন বলেই দাবি ছিল একাধিক মানুষের।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন