- Home
- Entertainment
- Bollywood
- প্রায় ছয় ঘন্টা চলল জিজ্ঞাসাবাদ, NCB দফতর থেকে বেরলেন দীপিকা, সঙ্গে ছিলেন করিশ্মা
প্রায় ছয় ঘন্টা চলল জিজ্ঞাসাবাদ, NCB দফতর থেকে বেরলেন দীপিকা, সঙ্গে ছিলেন করিশ্মা
দীপিকা পাডুকোনের পর এবার শ্রদ্ধা কাপুর। এনসিবি জোর কদমে চালাচ্ছে তাদের তদন্ত। রিয়া চক্রবর্তীর জেল হওয়ার পর এবার একে একে উঠে আসছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের নাম। দীপিকা, শ্রদ্ধা, সারা আলি খান, রাকুল প্রীত সিং। এনসিবি-র দফতরে সম্প্রতি গিয়ে পৌঁছেছিলেন দীপিকা। মিডিয়ার চোখে ধুলো দিয়ে দশ মিনিট আগেই এনসিবি-র দফতরে পৌঁছে গিয়েছিলেন তিনি। সংবাদমাধ্যমের নজর দীপিকার দিকে ঘুরতে এর ফাঁকে মিডিয়ার চোখে ধুলো দিলেন শ্রদ্ধা কাপুর।
- FB
- TW
- Linkdin
)
সংবাদমাধ্যমের নজর দীপিকার দিকে ঘুরতেই নেটদুনিয়ায় উঠে আসছে নানা কথা।
প্রায় ছয় ঘন্টার জেরার পর দীপিকাকে এনসিবি দফতর থেকে বেরতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশ।
ছয় ঘন্টার জেরাতে কী হল বা কী কী তথ্য বেরল সেই নিয়ে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে।
অ্যাংজাইটি ইস্যুর বিষয় জানিয়ে দীপিকার অনুরোধ ছিল এনিসি-র জিজ্ঞাসাবাদে তাঁর সঙ্গে রণবীর সিং থাকুক।
সেই আবেদন খারিজ হতেই দীপিকাকে একাই যেতে হয় নার্কোটিকস কন্ট্রোল বিউরিও-র দফতরে।
কিছুক্ষণ পরই তাঁর ম্যানেজার করিশ্মা প্রকাশকেও এনসিবি-র দফতরে দেখা যায়।
এই করিশ্মার থেকে মাদকের লেনদেন চলত দীপিকার। এমনই তথ্য উঠে এসেছে এক ফাঁস হওয়া ওয়াটসঅ্যাপ চ্যাটে।
দীপিকার 'মাদক' চ্যাট, ড্রাগ চ্যাটস নামক একটি ওয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য প্রকাশ্যে এসেছে।
দীপিকার জেরার পাশাপাশি কি তবে শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানের জেরাও চালু হয়।
দীপিকার 'মাদক' চ্যাট, ড্রাগ চ্যাটস নামক একটি ওয়াটসঅ্যাপ গ্রুপের তথ্য প্রকাশ্যে এসেছে।