- Home
- Entertainment
- Bollywood
- সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে কু-মন্তব্য, ফলোয়ারকে শাস্তি দিতে এ কী করলেন অভিনেত্রী
সোশ্যাল মিডিয়ায় দীপিকাকে কু-মন্তব্য, ফলোয়ারকে শাস্তি দিতে এ কী করলেন অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
সোশ্যাল মিডিয়ায় তারদাদের ফলো করা আবার সেই তারকাদের নিয়েই একের পর কটু কথা বলে যাওয়া, এ কেমন ধরনের প্রথা!
এই নিয়ে প্রকাশ্যে একাধিকবার প্রশ্ন তুলেছে তারকারা। যদি নাই পছন্দ হয়, তাহলে সোশ্যাল পেজগুলোকে ফলো করার প্রয়োজন নেই।
এতে একটি সেলেবের মনে ঠিক কতটা খারাপ প্রভাব পড়ে তা হয়তো যিনি কমেন্ড করছেন আপন খেয়ালে তাঁর বোঝার কথা নয়।
সেলেব মানেই তাঁকে নিয়ে যা ইচ্ছে তাই বলা যায় না। যদিও বর্তমানে সেই সমীকরম বদলে গিয়েছে। এখন সেলেবরা এই ট্রোলকে বুড়ো আঙুল দেখিয়ে থাকেন।
সেলেবদের কথায় এতে তাঁদের কিছুই এসে যায় না। বরং যিনি লিখছেন, লোকসমাজে তাঁর চরিত্রটা ফুঁটে ওঠে।
এবার তেমনই এক পদক্ষেপ নিলেন দীপিকা। তাঁর এক পোস্টে এক ফলোয়ার কুকথা লিখলেন। আর তা চোখে পড়ে অভিনেত্রীর।
তিনি তা কোট করে তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মুহূর্তে মধ্যে লক্ষ্য লক্ষ্য মানুষের চোখের সামনে ইঠে আসে সেই পোস্ট।
দীপিকা লেখেন, এবার বোধহয় আপনার বাড়ির সকলে আপনাকে নিয়ে গর্ব বোধ করছে। দীপিকার এই স্টানিং পদক্ষেপই আবারও নজর কাড়ল দেশ দুনিয়ার।
সামনেই বাংলায় বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভোট নিয়ে রাজনেতিক দলগুলির প্রচার, তাই ভোটের সব খবর পেতে অবশ্যই ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলা।