- Home
- Entertainment
- Bollywood
- যশ রাজ ফিল্মের চুক্তিতে গড়মিল, পুলিশি তদন্তে উঠে এল আর্থিক লেনদেন ঘিরে প্রশ্ন
যশ রাজ ফিল্মের চুক্তিতে গড়মিল, পুলিশি তদন্তে উঠে এল আর্থিক লেনদেন ঘিরে প্রশ্ন
- FB
- TW
- Linkdin
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে প্রকাশ্যে উঠে আসে একাধিক তথ্য, যার মধ্যে অন্যতম ছিল তাঁর সঙ্গে বড় ব্যানারের চুক্তি।
সুশান্তের মৃত্যুর তদন্ত শুরু হওয়ার পরই পুলিশের পক্ষ থেকে চেয়ে পাঠানো হয়েছিল যশ রাজ ফিল্মের চুক্তি। সেখানেই মিলল এবার গড়মিল।
চুক্তি অনুযায়ী, সুশান্ত প্রথম ছবির জন্য পাবেন ৩০ লক্ষ টাকা। এই ছবি যদি হিট হয়, তবে পরবর্তীত ছবিতে পাবে ৬০ লক্ষ টাকা।
দ্বিতীয় ছবিও যদি হিট হয় তবে সুশান্ত তৃতীয় ছবির জন্য পাবেন ১ কোটি টাকা। যদি প্রথম যদি হিট না হয় তবে দ্বিতীয় ছবির জন্য পাবেন ৩০ লক্ষ টাকা।
যদি প্রথম ছবি হিট হয় আর দ্বিতীয় ছবি ফ্লপ, তবে সুশান্ত তৃতীয় ছবির জন্য পাবেন ৩০ লক্ষ টাকা। যদি প্রথমটা ফ্লপ হয় আর দ্বিতীয়টা হিট হয়, তবে তৃতীয়টার জন্য পাবেন ৬০ লক্ষ টাকা।
তবে কোন ছবি হিট আর কোন ছবি ফ্লপ তা স্থির করবে প্রযোজক সংস্থা। এমনই চুক্তি হয়েছিল সুশান্তের সঙ্গে ইয়শ রাজ ফিল্মের।
কিন্তু সুশান্তকে দ্বিতীয় ছবির জন্য দেওয়া হয় এক কোটি টাকা। যা চুক্তিতে ছিলই না। কারণ জানতে চাওয়ায় এখনও কোনও উত্তর মেলেনি সংস্থা থেকে।
উঠে আসে পানি ছবির কথাও। সেই ছবি বন্ধ হয়ে যাওয়াতে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তা জানিয়েছিলেন বন্ধুদেরও।