- Home
- Entertainment
- Bollywood
- দিশা পাটানি কি উভকামী, ট্যাবু ভেঙে 'Bisexual' সম্পর্কে টাইগারের প্রেমিকা, বাড়ছে জল্পনা
দিশা পাটানি কি উভকামী, ট্যাবু ভেঙে 'Bisexual' সম্পর্কে টাইগারের প্রেমিকা, বাড়ছে জল্পনা
- FB
- TW
- Linkdin
বলি অভিনেত্রী দিশা পাটানি কি উভকামী, এই প্রশ্নই এখন নেটিজেনদের মুখে।
সূত্রের খবর চলচ্চিত্র জগতে পা রাখার আগে জনপ্রিয় উভকামী টিভি অভিনেতা পার্থ-র সঙ্গে ডেটিং করেছিলেন দিশা।
দিশা ও পার্থর বিচ্ছেদের কারণটি বেশ অবাক করার মতো।
প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, জনপ্রিয় প্রযোজক বিকাশ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পার্থ, তা জানতে পারায় দিশা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে।
প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, জনপ্রিয় প্রযোজক বিকাশ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পার্থ, তা জানতে পারায় দিশা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে।
পার্থ যে বিকাশ গুপ্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তা নিজেই স্বীকার করেছিলেন দিশার কাছে।
পার্থ যেহেতু উভকামী ছিলেন এবং একজন বাইসেক্সুয়াল লোকের সঙ্গে সম্পর্কে ছিলেন তারপর থেকেই দিশাকে নিয়ে জলঘোলা শুরু হয়েছে। তবে দিশা সবটা জানতে পেরে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসে।
পরিচালক-প্রযোজক একতা কাপুর পার্থ ও বিকাশের সম্পর্কের সত্যতা সকলের সামনে তুলে ধরেছিলেন।
এমনকী কিছুদিন আগেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ্যেই মুখ খুলেছেন বিকাশ গুপ্তা। সকলের সামনে প্রকাশ্যেই নিজেকে বাইসেক্সুয়াল বা উভকামী বলে দাবি করেছেন।
এমনকী কিছুদিন আগেই নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ্যেই মুখ খুলেছেন বিকাশ গুপ্তা। সকলের সামনে প্রকাশ্যেই নিজেকে বাইসেক্সুয়াল বা উভকামী বলে দাবি করেছেন।